সাংস্কৃতিক মহল আজ অভিভাবক-হীন, বিশ্ব চলচ্চিত্রে শোকের ছায়া। প্রয়াত হলেন ফরাসি-সুইস পরিচালক, ফ্রান্সের নিউ ওয়েব সিনেমার জনক, চিত্র সমালোচক জঁ লুক গদার। লিবারেশন পত্রিকার মারফৎ জানা গিয়েছে এমনটাই। মৃত্যুকালে তাঁর বয়সে হয়েছিল ৯১ বছর। ফ্রান্সে নবকল্লোল চলচ্চিত্র আন্দোলন এসেছিল মূলত তাঁর হাত ধরেই। মৌলবাদের বিরুদ্ধে আওয়াজ, আইকনোক্লাস্টিক নীতি অর্থাৎ প্রতিষ্ঠানের রীতিনীতি বিরুদ্ধে সরব হয়েছেন সব সময়েই।
Jean-Luc Godard, giant of the French new wave, dies at 91 https://t.co/faSxPNouiK
— Guardian Film (@guardianfilm) September 13, 2022
পরিচালক হিসেবে তাঁর কর্মজীবনের প্রথম অধ্যায় সবচেয়ে বেশি আলোচিত।১৯৬০ সালে তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘের ছবি ‘ব্রেথলেস’ নতুন এক সিনেমার ভাষা জন্ম দেয়। এরপর ‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘দ্য লিটল সোলজার’, মেড ইন ইউ এস এ’-এর মতো একের পর এক কালজয়ী ছবি উনি আমাদের উপহার দিয়েছেন।‘জাম্প কাট’ছিল তাঁর কৃষ্টির অন্যতম মহৎ সৃষ্টি।