নতুন দিল্লি, ২২ অক্টোবর: আপাতত স্বস্তি পেলেন বলিউডের তারকা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। ২০০ কোটি টাকা অর্থ পাচার কাণ্ডে জ্যাকলিনের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ল। আগামী ১০ নভেম্বর পর্যন্ত জ্যাকলিনের জামিন ও রক্ষাকবচ বাড়ল দিল্লির পাতিয়ালা হাইকোর্ট। দিওয়ালিতে জ্যাকলিনের সিনেমা 'রামসেতু' রিলিজ করতে চলেছে।
কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ আর্থিক তছরুপে জড়িত।এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এমন অভিযোগ করা হয়। এমনকী, ২১৫ কোটির আর্থিক তছরুপের মামলায় ইডির চার্জশিটে উঠে আসে বলিউড অভিনেত্রীর নাম। শুধু তাউই নয়, সুকেশ চন্দ্রশেখের যে বিপুল অর্থ অবৈধভাবে হাতিয়েছেন, সেখান থেকে সুযোগ সুবিধা ভোগ করেছেন বলিউড অভিনেত্রী। ভিডিয়ো কলের মাধ্যমে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রায় সব সময় যোগাযোগ হত জ্যাকলিনের। ফলে যে অর্থ অবৈধভাবে সুকেশ নিজের নাম করেছেন, তা থেকে শ্রীলঙ্কান অভিনেত্রীকে তিনি উপহারও দিতেন। সবকিছু জেনেবুঝে জ্যাকলিন ফার্নান্ডেজ তোলাবাজি করে আদায় করা অর্থ থেকে সমস্ত সুযোগ সুবিধা সুকেশের কাছ থেকে নিতেন বলে অভিযোগ ইডির। আরও পড়ুন-মণীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে কাজল, ঐশ্বর্য, মাধুরীর নাচ, দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিও
#WATCH | Actor Jacqueline Fernandez leaves from Delhi's Patiala House Court after ED extends her interim bail & protection till November 10th, in the Rs 200 crore money laundering case. pic.twitter.com/sGdHtG8TsD
— ANI (@ANI) October 22, 2022
প্রসঙ্গত, আর্থক তছরুপ মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে এর আগেও তথ্য প্রমাণ জোগাড় করে ইডি। সুকেশ চন্দ্রশেখর ১০ কোটির উপহার দেন জ্যাকলিনকে। আর্থিক তছরুপের মামলায় তদন্ত শুরু হলে, ইডি জ্যাকলিনের ৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করে বলেও জানা যায়। সেই সঙ্গে মামলা চলাকালীন অভিনেত্রী যাতে ভারতের বাইরে যেতে না পারেন, তার জন্য জারি করা হয় কড়া নির্দেশিকা।