Hrithik Rents Juhu Apartment to Saba Azad: ৫১ বছর বয়সে নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউডের জনপ্রিয় নায়ক হৃতিক রোশন। গায়িকা-অভিনেত্রী সাবা আজাদকে নিজের চোখের সামনে সবসময় রাখতে চাইছেন রোশন পুত্র। আর তাই জুহুতে নিজের বিলাসবহুল ফ্ল্য়াটটা সাবা আজাদকে থাকতে দিলেন হৃতিক। তবে সম্পর্কটা এখনও পেশাদার রাখতে, বিনামূল্যে নয়, বরং নিজের ফ্ল্যাটে থাকতে প্রেমিকার থেকে বাড়ি ভাড়া নেবেন হতিক রোশন। সংবাদমাধ্যমে প্রকাশ, জুহুর ফ্ল্যাটের জন্য প্রেমিকা- ভাড়াটে সাবা আজাদের থেকে মাসিক ৭৫ হাজার টাকা নেবেন হৃতিক। যদিও ওই অঞ্চলে অত সুন্দর একটা ফ্ল্য়াটের ভাড়া মোটামুটি মাসে ১০ লক্ষ টাকা হয়ে থাকে। কিন্তু প্রেমিকার জন্য সেটা মাত্র ৭৫ হাজারে নামিয়ে দেন হৃতিক। জুহুতে মনমুগ্ধকর সমুদ্রের দিকে মুখ করা বিলাসবহুল ফ্ল্যাটটিকে এক বছরের চুক্তিতে সাবা আজাদকে ভাড়ায় দিচ্ছেন হৃতিক।
মাসে ১০ লক্ষ টাকার ফ্ল্যাট মাত্র ৭৫ হাজার টাকা ভাড়ায় প্রেমিকা সাবাকে দিচ্ছেন হৃতিক
হৃতিক জুহু-ভারসোভা লিঙ্ক রোডে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টকে একত্রিত করে একটি প্রাসাদ তৈরির পরিকল্পনা করছেন। এদিকে সাবা এখনও বিনোদন জগতে বেশ কাজ পাচ্ছেন। সম্প্রতি ওয়েব সিরিজ এবং তার ব্যান্ড Madboy/Mink-এর বেশ কিছু সঙ্গীত প্রজেক্টের কাজ করছেন।
দেখুন খবরটি
From Luxe to Love: Hrithik Rents Out to Saba.
Big moves in Juhu Versova, but this time it’s personal.
Bollywood heartthrob Hrithik Roshan has rented out one of his plush Juhu Versova properties to his partner Saba Azad — and the terms have got real estate watchers talking.… pic.twitter.com/WCk6tdg0Ul
— Zapkey (@ZapKeyIndia) August 26, 2025
কীভাবে দুজনের সম্পর্ক তৈরি হয়
প্রসঙ্গত, সাবা সিং গেরওয়াবল থেকে নাম বদলে হন সাবা সুলতানা আজাদ। সাবাকে ২০১১ সালে "মুজসে ফ্রেন্ডশিপ কারোগে?"নামের একটি বলিউড সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল। ১০ বছর বিবাহিত জীবনের পর ২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় হৃতিকের। তাদের দুই ছেলেহ্রিদান ও হ্রেহান এখন হৃতিকের কাছেই থাকেন। সুজানের সঙ্গে বিচ্ছেদের বছর দুয়েক পর সাবা আজাদেকর সঙ্গে পরিচয় হয় 'কহো না প্য়ায়ার হ্য়ায়'র নায়কের। তবে হৃতিক-সাবার সম্পর্কটা প্রকাশ্যে আসে ২০২২ সাল থেকে। প্রসঙ্গত, হৃতিক রোশনের চেয়ে ১২ বছরের ছোট সাবাই প্রথম প্রেমের প্রস্তাব করেছিলেন।