Gal Gadot (Photo Credit Twitter)

নয়াদিল্লি : হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডট (Gal Gadot) সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন, জেমস গান ও পিটার সাফরানের সঙ্গে ‘ওয়ান্ডার ওম্যান ৩’ (Wonder Woman 3) ছবির ভাবনা ও ডিসি স্টুডিওতে (DC Studios) প্রস্তুতি চলছে। এই চলচ্চিত্রে আবারও তিনিই মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তবে নতুন প্রকাশিত রিপোর্ট  বলেছে অন্য কথা। রিপোর্ট অনুসারে, ডিসি স্টুডিওতে "ওয়ান্ডার ওমেন-৩" ফিল্ম তৈরি হচ্ছে না। জেমস গান ও পিটার সাফরান তাঁদের পূর্বে ঘোষিত "প্যারাডাইস লস্ট" ছাড়া ডিসি ইউনিভার্সে "ওয়ান্ডার ওম্যান-৩" প্রকল্পের জন্য এই সময়ে কোনও পরিকল্পনা করছেন না এবং গ্যাডোটকেও কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। আরও পড়ুন :  Heart of Stone: হলিউডের ওয়ান্ডার ওম্যানকে তেলেগু ভাষা শেখাচ্ছেন আলিয়া, দেখুন মজার ভিডিয়ো

উল্লেখ্য, লেখক, চিত্রনাট্যকার ও অভিনেতাদের ধর্মঘটে আপাতত প্রায় অচল হলিউড। প্রায় ছয় দশক পরে এই মাপের আন্দোলনের মুখোমুখি হয়েছে হলিউড। যার ফলে এই মুহূর্তে প্রচুর প্রোডাকশনের কাজ বন্ধ রয়েছে হলিউড ইন্ডাস্ট্রিতে।পারিশ্রমিক, বেতন-ভাতা সংক্রান্ত আরও ভালো চুক্তি পাওয়ার দাবি তুলে ধর্মঘটে নেমেছেন তাঁরা।

দেখুন টুইট