নয়াদিল্লি : হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডট (Gal Gadot) সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন, জেমস গান ও পিটার সাফরানের সঙ্গে ‘ওয়ান্ডার ওম্যান ৩’ (Wonder Woman 3) ছবির ভাবনা ও ডিসি স্টুডিওতে (DC Studios) প্রস্তুতি চলছে। এই চলচ্চিত্রে আবারও তিনিই মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তবে নতুন প্রকাশিত রিপোর্ট বলেছে অন্য কথা। রিপোর্ট অনুসারে, ডিসি স্টুডিওতে "ওয়ান্ডার ওমেন-৩" ফিল্ম তৈরি হচ্ছে না। জেমস গান ও পিটার সাফরান তাঁদের পূর্বে ঘোষিত "প্যারাডাইস লস্ট" ছাড়া ডিসি ইউনিভার্সে "ওয়ান্ডার ওম্যান-৩" প্রকল্পের জন্য এই সময়ে কোনও পরিকল্পনা করছেন না এবং গ্যাডোটকেও কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। আরও পড়ুন : Heart of Stone: হলিউডের ওয়ান্ডার ওম্যানকে তেলেগু ভাষা শেখাচ্ছেন আলিয়া, দেখুন মজার ভিডিয়ো
উল্লেখ্য, লেখক, চিত্রনাট্যকার ও অভিনেতাদের ধর্মঘটে আপাতত প্রায় অচল হলিউড। প্রায় ছয় দশক পরে এই মাপের আন্দোলনের মুখোমুখি হয়েছে হলিউড। যার ফলে এই মুহূর্তে প্রচুর প্রোডাকশনের কাজ বন্ধ রয়েছে হলিউড ইন্ডাস্ট্রিতে।পারিশ্রমিক, বেতন-ভাতা সংক্রান্ত আরও ভালো চুক্তি পাওয়ার দাবি তুলে ধর্মঘটে নেমেছেন তাঁরা।
দেখুন টুইট
‘WONDER WOMAN 3’ is not in development at DC Studios, despite Gal Gadot’s claims.
Variety reports that nothing was ever promised to Gadot, nor was there any definitive discussion of Gadot’s Wonder Woman continuing with the new DC Universe.
(https://t.co/liSUVyqErM) pic.twitter.com/GsHtq6jEtj
— Film Updates (@FilmUpdates) August 10, 2023