করোনাভাইরাসের সর্বগ্রাসী চেহারায় ভীত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেভাগেই ইউরোপের মার্কিন মুলুকে ভ্রমণ বাতিল করে দিয়েছেন। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে। এই খবর আসার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে শেয়ার বাজারে নামল ধস। হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স। একই অবস্থা নিফটিরও। এই পরিস্থিতিতে নয়া আতঙ্কের খবর শোনালেন হলিউড অভিনেতা টম হ্যাংকস (Tom Hanks)। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত, সোশাল মিডিয়ায় সে খবর দিলেন। প্রয়াত পপস্টার এলভিস প্রেসলির জীবন ছবি হচ্ছে। তারই শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় ছিলেন টম৷ তিনি এলভিসের ম্যানেজারের ভূমিকায় অভিনয় করছেন৷ তবে তাঁর অসুখ ধরা পড়ার পরে ছবির কাজ বন্ধ হয়ে গেল কিনা এখনও জানা যায়নি৷ আরও পড়ুন- Sensex Plunges Due To WHO Declares Coronavirus A Pandemic : করোনাভাইরাস মহামারী, হু-এর ঘোষণার ঘায়ে কুপোকাত শেয়ার বাজার
— Tom Hanks (@tomhanks) March 12, 2020
টুইট বার্তায় ৬৩ বছরের অভিনেতা জানান, সারা পৃথিবীতে যা অবস্থা, সেই বুঝেই নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান তাঁরা। তাঁদের জ্বর হয়েছিল, সেই সঙ্গে খুব ক্লান্ত লাগছিল। পরীক্ষার পরে কোভিড ১৯ অসুখ ধরা পড়েছে। এখন তাঁরা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবেন। নিয়ম মেনে চলবে সমস্ত ডাক্তারি