Filmmaker Vivek Agnihotri (Photo Credit: X)

নয়াদিল্লি: চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী দাবি করেছেন যে তাঁর আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। ছবিটি ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা এবং নোয়াখালি দাঙ্গার মতো সংবেদনশীল ঐতিহাসিক ঘটনাগুলোকে কেন্দ্র করে নির্মিত, যা ‘হিন্দু গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে। এটি রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিতর্কের জন্ম দিয়েছে। কলকাতায় ছবির ট্রেলার লঞ্চের সময়ও ছবির চলচ্চিত্র নির্মাতাকে বাধার সম্মুখীন হতে হয়েছে, যেখানে হোটেল কর্তৃপক্ষ এবং পুলিশের হস্তক্ষেপে অনুষ্ঠান বাতিল হয়ে যায়, যা বিবেক অগ্নিহোত্রী ‘গণতন্ত্রের উপর আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন। বিবেক অগ্নিহোত্রী সামাজিক মাধ্যমে এই বিষয়ে সরব হয়েছেন, দাবি করেছেন যে তাঁর কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে এবং সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন যে ছবিটি আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘শাসক দলের সদস্যরা প্রতিদিন আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করছেন। তাঁরা আমার উপর একাধিক ধারা চাপিয়ে দিয়েছেন, তাঁরা আমাকে এই সমস্ত মামলায় ফাঁসাতে চান। এটি তাদের রাজনৈতিক কৌশল। এটি অত্যন্ত দুঃখজনক এবং এটি আমাকে কষ্ট দিচ্ছে...।’

চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের

 

ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, শাশ্বত চট্টোপাধ্যায়, পল্লবী যোশী, সৌরভ দাস প্রমুখ। তবে, শাশ্বত চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি শুটিংয়ের সময় ছবির নাম ‘দ্য দিল্লি ফাইলস’ বলে জানতেন এবং গল্পের পুরো বিষয়বস্তু সম্পর্কে অবগত ছিলেন না।