অমৃতসর, ৩ ডিসেম্বর: পাঞ্জাবে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন কৃষকরা। পাঞ্জাবের (Punjab) রোপারের কাছে কঙ্গনার গাড়ি আটকান একদল কৃষক। যা নিয়ে উত্তেজনা ছড়়িয়ে পড়ে। পাঞ্জাবে কৃষক বিক্ষোভের (Farmers Protest) মুখে পড়ে ফের পালটা কটাক্ষ করেন বলিউড অভিনেত্রী। কঙ্গনা বলেন, তাঁর গাড়ি ঘিরে কৃষকদের বিক্ষোভের সময় পুলিশ (Police) সেখানে না থাকলে, যে কোনও 'অঘটন' ঘটতে পারত। ৩ কৃষি আইন প্রত্যাহারের আগে প্রায় এক বছর ধরে যে কৃষক আন্দোলন শুরু হয়, সেই সময় প্রতিবাদকারীদের 'খালিস্তানি' বলে আক্রমণ করেন কঙ্গনা। আবার কখনও কৃষক বিক্ষোভের পিছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলেও মন্তব্য করতে শোনা যায় অভিনেত্রী। এমনকী, ৩ কৃষি আইন প্রত্যাহারের পরও নিজের ক্ষোভ উগরে দেন কঙ্গনা। ৩ কৃষি আইন প্রত্যাহারকে দুঃখজনক বলে মন্তব্য করেন বলিউড (Bollywood)অভিনেত্রী। যা নিয়েও তোলপাড় শুরু হয়ে যায় একপ্রস্থ।
Punjab | Farmers stopped actor Kangana Ranaut’s car near Ropar & protested against her over her statements on farmers protest
"If the police personnel were not present here, lynching would've happened, shame on these people," says Kangana Ranaut pic.twitter.com/Rd37EQfpfT
— ANI (@ANI) December 3, 2021
প্রসঙ্গত ১৯৪৭ সালে ভারত যে স্বাধীনতা পায়, তা 'ভিক্ষা' বলে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন কঙ্গনা রানাউত। ওই সময় কঙ্গনা বলেন, ২০১৪ সালে ভারত প্রকৃত স্বাধীনতা পায়। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা 'ভিক্ষার' সমান মন্তব্য করায় একের পর সমালোচনার মুখে পড়েন বলিউড 'কুইন'। এমনকী, কঙ্গনার পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া হোক বলেও দাবি করেন অনেকে।
আরও পড়ুন: Omicron: কর্ণাটকের পর দিল্লি? রাজধানী শহরে ১২ জন ওমিক্রন আক্রান্ত ভর্তি হাসপাতালে, দাবি সূত্রের
ওই ঘটনার পর ফের নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন কঙ্গনা রানাউত। তিনি বলেন, তিনি ভুল কিছু বললে, পদ্মশ্রী ফিরিয়ে দিতে প্রস্তুত।