Disha Patani (Photo CreditL Instagram)

দিল্লি, ১২ সেপ্টেম্বর: দিশা পাটানির (Disha Patani) বাড়ির সামনে চলল গুলি। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সিভিল লাইনসে দিশা পাটানির যে বাড়ি রয়েছে, তার সামনে গুলি চালানো হয়। বৃহস্পতিবার মাঝ রাতে দিশা পাটানির উত্তরপ্রদেশের বাড়ির সামনে গোলাগুলি চলে। প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধ আচার্য মহারাজকে অপমানের অভিযোগে দিশার বাড়ির সামনে গুলি চলে। যার দায় স্বীকার করা হয়েছে গোল্ডি ব্র্রার (Goldy Brar) গ্যাংয়ের তরফে।

রিপোর্টে প্রকাশ, শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গোলাগুলি শুরু হয়। পরপর ২ রাউন্ড গুলি চালানো হয়। যদিও হতাহতের কোনও খবর নেই ওই ঘটনায়।

আরও পড়ুন: Sharmila Tagore Converted Islam: টাইগার পতৌদিকে বিয়ের আগে ইসলাম গ্রহণ করেন ঠাকুর বাড়ির মেয়ে শর্মিলা, বিয়ের পর মায়ের নাম হয় আয়েষা, জানালেন সোহা

এরপর সোশ্যাল মিডিয়ার তরফে এরপর ওই ঘটনার দায় স্বীকার করা হয়। বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র সরণ নামে দুই ব্যক্তি গুলি চালানোর দায় স্বীকার করে (২ জনই গোল্ডি ব্রার গ্যাংয়ের সদস্য)। গোটা ইিল্ম ইন্ডাস্ট্রিকে হুমকি দেওয়া হয় শুক্রবার ভোর রাতেই।

প্রসঙ্গত সম্প্রতি দিশা পাটানির দিদি খুশবু পাটানি প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধ আচার্য মহারাজকে নিয়ে মন্তব্য করেন। যা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়। যার উত্তরে ক্ষমা চেয়ে নেন খুশবু পাটানি। এমনকী প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধ আচার্য মহারাজকেকে অপমানের কোনও ইচ্ছা তাঁর ছিল না। তাই তাঁর কথায় কেউ আঘাত পেলে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছেন বলেও খুশবু জানান।

ওই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলেও রেশ কাটেনি। তাই এবার বলিউড অভিনেত্রীর বাড়ির সামনে চালানো হল গুলি।