মুম্বই, ১২ সেপ্টেম্বর: মনসুর আলি খান পতৌদির (Mansoor Ali Khan Pataudi) সঙ্গে বিয়ের আগে ইসলাম গ্রহণ করেন শর্মিলা ঠাকুর। ইসলাম গ্রহণের পর শর্মিলা ঠাকুরের নাম হয় আয়েষা। হিন্দু থেকে ইসলাম গ্রহণ করে, তবেই মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করেন ঠাকুর বাড়ির মেয়ে শর্মিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মায়ের ইসলাম গ্রহণের কথা স্বীকার করেন সোহা আলি খান।
শর্মিলা-কন্যা সোহা আলি খান কী জানান
সোহা বলেন, তাঁর বাবা-মা কখনও ধর্ম নিয়ে কোনও অসুবিধার মধ্যে পড়েননি।
ওই সাক্ষাৎকারেই সোহা বলেন, বিয়ের আগে তাঁর মা হিন্দু ধর্ম পালটে ইসলাম গ্রহণ করেন।
সোহা আরও বলেন, ইসলাম গ্রহণের পর তাঁর মায়ের নাম হয় আয়েষা। সেই কারণে কোনও সময় তাঁর মা নিজের নাম লেখেন শর্মিলা। আবার কখনও লেখেন, আয়েষা।
তবে শর্মিলা যেহেতু শর্মিলা ঠাকুর হিসেবেই পরিচিত, তাই মানুষ তাঁকে ওই নামেই চেনেন। তবে শর্মিলার পাশাপাশি তাঁর মায়ের নাম আয়েষা বলেো জানান কুণাল খেমুর অভিনেত্রী স্ত্রী।
সোহার সাক্ষাৎকারের আগে মনসুর আলি খান পতৌদি একবার সিমি গ্রেওয়ালের শোয়ে হাজির হন। সিমির শোয়ে হাজির হয়ে স্ত্রী শর্মিলার নাম আয়েষা বলেও জানান মনসুর আলি খান।
এসবের পাশাপাশি শর্মিলা ঠাকুর আরও জানান, ধর্ম পালটে নাম পরিবর্তন খুব একটা সোজা ছিল না তাঁর কাছে। তবে ধর্ম নিয়ে কোনওদিন তাঁর খুব একটা আগ্রহ ছিল না। তাই তিনি হিন্দু এবং ইসলাম, দুই ধর্ম সম্পর্কেই এখন বহু জিনিস জানতে পেরেছেন।
শর্মিলা ঠাকুর বরখা দত্তের শোয়ে হাজির হয়ে জানান, তাঁদের বিয়ে মেনে নিয়েছিল দুই পরিবার। তবে পরিবার মানলেও, সাধারণ মানুষ এসব নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে ওই সময়। তারা মতামত দিতেও শুরু করে বলে জানান শর্মিলা।
প্রসঙ্গত টাইগার পতৌদির সঙ্গে বিয়ের পর সোহার কোলে আসেন সইফ আলি খান (Saif Ali Khan)। তারপর সাবা এবং শেষে সোহা। ৩ সন্তানকে নিয়ে শর্মিলা ঠাকুরের ভরপুর পরিবারে এখন হাজির বউমা করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং জামাই কুণাল খেমু (Kunal Khemu)। সেই সঙ্গে রয়েছেন সারা আলি খান, ইব্রাহিম খান, তৈমুর আলি খান, ইনায়া নাউমি খেমু এবং জেহ আলি খান।