সামনেই ছবি মুক্তি। তার আগে ‘রক্তবীজ ২’ ছবির প্রচার নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এরমধ্যেই ইডির তলব প্রাক্তন তৃণমূল সাংসদকে। সেই সঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটি অবৈধ বেটিং অ্যাপের প্রচার ও ব্র্যান্ডিংয়ে যুক্ত ছিলেন এই দুই অভিনেত্রী। সেই সূত্রেই আগামী ১৫ সেপ্টেম্বর ও ১৬ সেপ্টেম্বরে আদালতে নির্দেশে দুজনকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি দুজনের মধ্যে কেউই।
অবৈধ বেটিং অ্যাপের প্রচার
আসলে অবৈধ বেটিং অ্যাপ ১এক্সবেট-এর প্রচারের জন্য বলিউডের পাশাপাশি আঞ্চলিক সিনেমার পরিচিত মুখদের ব্যবহার করা হয়েছিল। এই প্রচারে যুক্ত ছিলেন মিমি ও উর্বশী। সেই কারণেই তাঁদের তলব করেছে ইডি। আগামী ১৫ সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে যাওয়ার কথা মিমির, এবং ১৬ সেপ্টেম্বরে যাবেন উর্বশী।
হাজিরা এড়িয়েছিলেন অভিনেত্রী
যদিও বর্তমানে পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এর প্রচারে বেজায় ব্যস্ত রয়েছেন। ফলে সেই ব্যস্ততা কাটিয়ে আদৌ সে আগামীকাল হাজিরা দিতে যায় কিন, সেটাই এখন দেখার। অন্যদিকে উর্বশীকে আগে তলব করা হলেও সে হাজিরা এড়িয়েছেন। তবে এবার আদালতের নির্দেশ তিনি এড়াবেন কিনা, সেটাই এখন দেখার।