করোনা উপদ্রুত দেশের ঝিমিয়ে পডা় অর্থনীতিকে চাঙ্গা করতে যখন মদের দোকান থেকে আয়ের কথা ভাবছে। বিভিন্ন রাজ্যও পাখির চোখ করে আছে সেই রাজস্বের দিকে। গতকাল একদিনেই ৪৫ কোটি টাকার মদ বিক্রি করে ফেলেছে কর্ণাটক। এই দেখে প্রতিবেশি রাজ্য তামিনাড়ুও মদ বিক্রি করে রাজস্ব বাড়ানোর দিকে মনোনিবেশ করছে। এই অবস্থায় ৭ মে রাজ্য সরকার মদের দোকান খুলে দিক তা চাইছেন না অভিনেতা রাজনীতিক কমল হাসান (Kamal Haasan)। টুইট বার্তায় সরকারের এই সিদ্ধান্তের অসন্তুষ্ট অভিনেতা তাচ্ছিল্যের সঙ্গে বলেছেন, “সংক্রমণের ছোঁয়া থেকে যে সরকার কোয়ামবেদু বাজার বাঁচাতে পারে না, সে কিনা টাসম্যাকের দোকান খুলবে। প্রতিটা ভুল পদক্ষেপের মাশুল দিতে হবে জীবনের বিনিময়ে, এই সরকারের কি এটুকু বোঝার মতো বোধশক্তিও নেই?” আরও পড়ুন- India’s COVID-19 Count: ভারতে রেকর্ড সংখ্যার নতুন আক্রান্ত, ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ৩ হাজার ৯০০; মৃত্যু ১৯৫ জনের
#Breaking | Actor turned politician @ikamalhaasan slams the Tamil Nadu Govt over its decision to re-open liquor stores from May 7.
Shilpa Nair with details. pic.twitter.com/xK0jlnnebd
— TIMES NOW (@TimesNow) May 5, 2020
যে হারে তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে মদের দোকান খুললে সংক্রমণ মাত্রা ছাড়া হবে। তাই শুধু কমল হাসান নন, সমস্ত বিরোধী দলই রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এই মদের দোকান খোলাকে কেন্দ্র করে আগেই মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কটাক্ষ করেন অভিনেত্রী মালাইকা অরোরা। যখন করোনা সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। বেরলে মুখে মাস্ক। দুজনের মধ্যে অন্তত এক মিটার দূরত্ব। সেখানে কি না মদের দোকানের সামনে দীর্ঘ লাইন। একজনের ঘাড়ের উপরে প্রায় উঠে আছে আর একজন। এই পরিস্থিতিতে যে সামাজিক দূরত্বের নিয়ম ধুলোয় লুটোপুটি খাচ্ছে তা বলাই বাহুল্য। এহেন অবস্থা দেখে দেশবাসীর সংক্রমণ জনিত সুরক্ষা নিয়ে বেশ চিন্তিত সমাজকর্মীরা।