Disha Patani (Photo Credit: Instagram)

দিল্লি, ১৮ সেপ্টেম্বর: দিশা পাটানির (Disha Patani House Firing) বাড়িতে গুলি চালানোর ঘটনায় একাধিক তথ্য উঠে আসতে শুরু করেছে। দিশার উত্তরপ্রদেশের বেরিলিতে যে বাড়ি রয়েছে, তা লক্ষ্য করে গুলি চালানোর আগে বন্দুকবাজরা রেইকি করে যায় বেশ কয়েকবার। অর্থাৎ দিশার  বেরিলির বাড়ির পাশে যে পেট্রোল পাম্প রয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে। আর সেই সিসিটিভি ফুটেজেই প্রথমে দুই এবং পরে আরও দুই বন্দুকবাজের ছবি উঠে আসে।

দিশার বাড়ি লক্ষ্য় করে গুলি চালায় নকুল এবং বিজয় নামে দুই বন্দুকবাজ। পুলিশি তদন্তে উঠে এসেছে, ৬ থেক ১২ সেপ্টেম্বরের মধ্যে দিশা পাটানির বাড়ির কাছাকাছি নকুল এবং বিজয়কে ঘুরতে দেখা যায়। অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর একদিন আগে পর্যন্ত নকুল এবং বিজয় নামের ওই দুই ব্যক্তিকে দেখা যায়, নায়িকার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতে।

আরও পড়ুন: Disha Patani House Attack: দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে গুলি, পুলিশি এনকাউন্টেরে জখম ২ হামলাকারী

বাগপাতের বাসিন্দা নকুল এবং বিজয় পরপর ৪বার বেরিলিতে যায়। বেরিলিতে গিয়ে পেট্রোল পাম্পে হাজির হয় পরপর। সেখান থেকেই তারা দিশার বাড়িতে নজর রাখত। গুলি চালানোর কয়েক দিন আগে পর্যন্ত বাগপতের নকুল এবং বিজয়কে দেখা যায়, অভিনেত্রীর বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতে। এমন তথ্য পুলিশের হাতে উঠে এসেছে পেট্রোল পাম্পে থাকা সিসিটিভি ক্যামেরা থেকে।

নকুল এবং বিজয়ের সঙ্গে অরুণ এবং রবীন্দ্রর নামও উঠে আসে। এই ২ জনও ছিল দিশার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় যুক্ত।

গ্যাংস্টার গোল্ডি ব্রারের ছত্রছায়ায় এরা বেড়ে ওঠে। মোট ৫ জন শুটার নিয়োগ করে গোল্ডি ব্রার দিশার বাড়ি লক্ষ্য় করে গুলি চালানোর জন্য।

গত ১০ সেপ্টেম্বর অরুণ, নকুল, বিজয় এবং বরীন্দ্র বেরিলিতে হাজির হয় এবং তারা দুটি হোটেলে দুজন করে থাকতে শুরু করে। সেখান থেকে নকুল এবং বিজয় কালো স্প্লেন্ডার বাইক নিয়ে ঘুরে বেড়াত এবং রবীন্দ্র এবং অরুণকে দেখা যায় সাদা রঙের অ্যাপাচে বাইকে নিয়ে রেইকি করতে।