নয়াদিল্লিঃ সুপারস্টার সলমন খানের (Salman Khan) বাড়ি থেকে শুরু করে কপিল শর্মার (Kapil Sharma) ক্যাফের পর এবার টার্গেট বলিউড অভিনেত্রী (Bollywood Actress) দিশা পাটানির (Disha Patani)বাড়ি। গত ১২ সেপ্টেম্বর অভিনেত্রীর বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এরপরই এই ঘটনার তদন্তে নামে দিল্লি পুলিশ এবং উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের (STF) একটি যৌথ দল। অবশেষে বুধবার সন্ধ্যায় দিল্লির লাগোয়া গাজিয়াবাদে পুলিশের এনকাউন্টারে গুরুতর আহত দুই দুর্বৃত্ত। পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে দু'জনকে ঘিরে ফেলে পুলিশ। এরপরইরা পুলিশের উপরে গুলি চালায় ধৃতরা। পাল্টা গুলি চালায় পুলিশ। জানা গিয়েছে, পুলিশের গুলিতে আহত হন ওই দু'জন। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশের জালে দিশা পাটানির বাড়ির দুই হামলাকারী
পুলিশের দাবি, অভিযুক্তরা রোহিত গোদারা-গোল্ডি ব্রার গ্যাংয়ের সঙ্গে যুক্ত। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তাঁদের চিহ্নিত করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে বাইকে চেপে বলি অভিনেত্রীর বরেলির বাড়ির সামনে হামলা চালায় দুই হামলাকারী। খবরটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে। পুলিশের দ্বারস্থ হন দিশা পাটানির বাবা জগদীশ পাটানি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফোনে অভিনেত্রীর পরিবারের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে গুলি, পুলিশি এনকাউন্টেরে জখম ২ হামলাকারী
Firing outside actor Disha Patani's father Jagdish Patani's residence | Uttar Pradesh STF arrests two accused, identified as Ravinda alias Kullu and Arun, following an encounter. Both accused were injured in the encounter that happened in Ghaziabad. STF says that both accused…
— ANI (@ANI) September 17, 2025