Diljit Dosanjh and Hania Aamir in Sardaar Ji 3 (Photo Credits: X)

মুম্বই, ২৩ জুনঃ চরম বিপাকে অভিনেতা তথা গায়ক দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। মুক্তি পেয়েছে তাঁর আসন্ন ছবি 'সর্দারজি ৩'-এর ট্রেলার। আর সেই ট্রেলার ঘিরে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। ছবির প্রধান মহিলা চরিত্রে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির (Hania Aamir)। আর তাঁকে ঘিরেই যাবতীয় সমালোচনার সূত্রপাত। পহেলগাম কাণ্ডের পর পাকিস্তানের কোনও সিনেমা, গান, কিছুই ভারতে চলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল নয়াদিল্লি। পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদেরও ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। পাকিস্তানি শিল্পীদের সমাজমাধ্যমও বন্ধ ভারতে। এই আবহে দিলজিৎ এবং পাক অভিনেত্রী হানিয়ার 'সর্দারজি ৩'এর ট্রেলার দেখে চটেছেন ভারতীয় দর্শকরা। তবে সেই ছবি মুক্তিতে বাধা পড়েছে। সিবিএফসি-র (Central Board of Film Certification) তরফে দিলজিতের ছবি মুক্তির বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে। তাই আপাতত ভারতে মুক্তি পাচ্ছে না দিলজিতের ছবি।

পাক অভিনেত্রী হানিয়ার সঙ্গে দিলজিৎ

এদিকে ট্রেলার মুক্তির পর থেকেই 'সর্দারজি ৩' বয়কটের ডাক দিয়েছেন নেটবাসী। কারণ দিলজিতের ছবিতে হানিয়া ছাড়াও নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবার মতো পাক শিল্পীরাও রয়েছেন। পহেলগাম হত্যাকাণ্ডের পর বাণী কাপুর এবং পাক অভিনেতা ফাওয়াদ খানের সিনেমা আবীর গুলাল-ও ভারতে মুক্তি পায়নি।

পহেলগাম কাণ্ডের পর দিলজিতের 'সর্দারজি ৩' থেকে হানিয়া-সহ পাক তারকাদের বাদ দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু তত দিনে ছবির শুটিং সম্পন্ন করে ফেলেছিলেন শিল্পীরা। ফলে ছবি থেকে তাঁদের বাদ দেওয়া কোন ভাবেই সম্ভব ছিল না। তাই দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় দেখে পাঞ্জাবী অভিনেতা দিলজিৎ জানিয়েছেন, ভারতে তাঁর ছবি মুক্তি পাবে না। ২৭ জুন আন্তর্জাতিক মহলে মুক্তি পাবে 'সর্দারজি ৩'।

'সর্দারজি ৩'র ট্রেলার