তিরুপতি, ১৪ নভেম্বর: বিবাহের (Marriage) এক বছর অতিক্রান্ত দীপভীরের (Deep-Veer)। একবছর আগে ১৪ নভেম্বর ইতালির (Italy) লোক কোমোতে দুই পরিবারের কাছের মানুষদের নিয়ে সাতপাকে বাঁধা পড়েন দুজনে। এই বাঁধন যাতে জন্ম-জন্মান্তর অক্ষত থাকে সেই প্রার্থনা নিয়েই বৃহস্পতিবার সকালে তিরুপতি মন্দিরে (Tirupati Temple) পৌঁছেছেন রণভীর-দীপিকা (Ranveer-Deepika)।
রণবীর কাপুর হাত ছেড়ে দেওয়ার পর মানসিক অবসাদে (Dipression) ডুবতে ডুবতে দীপিকা যখন ক্লান্ত প্রায় তখনই তাঁর হাত শক্ত করে ধরেছিলেন রণভীর সিং (Ranveer Singh)। ৬ বছরের প্রেম (Love Affair)। তারপর গত এক বছর একছাদের নীচে তাঁরা এখন সুখী দম্পতি (Couple)। বিবাহবার্ষিকীতে (Marriage Anniversury) দীপিকা কনের সাজে সেজেছেন বাজিরাও মস্তানি (Bajirao Mastani)। লাল কাঞ্জিভরম, ভারী গয়না আর হাতখোঁপা। সিঁথিতে জ্বলজ্বল করছে লাল সিঁদুর। রণভীরও কম যান না। কুর্তা-পাজামা, ব্রোকেডের জ্যাকেট, গলায় পুজোর আশীর্বাদ স্বরূপ গোলাপি উত্তরীয়। ঠিক যেন রব নে বানা দি জোড়ি। আরও পড়ুন: Ranu Mondal on Ayodhya Issue: রামমন্দির ও মসজিদের পাশে অযোধ্যায় গির্জার জমি চাইলেন রানু মণ্ডল, ভুয়ো খবরে দেশজুড়ে শোরগোল
ঠিক যেমনটা জানা গিয়েছিল, তেমনভাবেই এই বিশেষ দিনটির সেলিব্রেশন (Celebration) শুরু করলেন দীপবীর। ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে গতকাল বুধবারেই তাঁরা উড়ে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)। সঙ্গে ছিলেন তাঁদের বাবা-মা এবং ঘনিষ্ঠ কয়েকজন। সেখানেই পুজো দিতে গিয়ে ক্যামেরাবন্দি হন তাঁরা।