ফাইল ছবি

মুম্বই, ৩ মে: আইসিইউ থেকে বের করে আনা হল রণধীর কাপুরকে (Randhir Kapoor)। বর্তমানে তিনি অনেকটাই ভাল আছেন বলে খবর। আইসিইউ (ICU) থেকে জেনারেল বেডে দেওয়া হলেও, রণধীর কাপুরকে এখনও হাসপাতাল থেকে ছাড়া হয়নি।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রণধীর কাপুর জানান, তাঁর কোনও শ্বাসকষ্টের সমস্যা নেই। ফলে তাঁর অক্সিজেনেরও কোনও প্রয়োজন হয়নি। তবে তাঁর ধুম জ্বর ছিল। সেই কারণেই হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। তবে বর্তমানে তিনি ভাল আছেন বলে জানান রাজ কাপুরের(Raj Kapoor) জ্যেষ্ঠ পুত্র। পাশাপাশি শিগগিরই তাঁকে হাসপাতাল থেকে মুক্ত করা হবে বলেও জানান রণধীর কাপুর।

আরও পড়ুন:  Kareena Kapoor Khan: করোনা কেড়েছে বাবা-মাকে, এমন অসহায় শিশুদের সাহায্যে এগিয়ে এলেন করিনা

তিনি হাসপাতাল থেকে তড়িঘড়ি বাড়িতে ফিরতে চাইলেও, তাঁর দুই মেয়ে কোনওভাবেই রাজি হচ্ছেন না। পুরো সুস্থ হয়ে তবেই যেন তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন বলে জানান করিশ্মা কাপুর এবং করিনা কাপুর।