মা-বাবার হাজার বকুনি খেয়েও নয়ের দশকের ছেলেমেয়েরা কার্টুন নেটওয়ার্ক দেখেই বেড়ে উঠেছে।এবার কী তবে এই চ্যানেলের অস্তিবত্বটাই আর থাকছে না? এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়। যেখানে লেখা হয়, ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওজের সঙ্গে মিশে যাচ্ছে কার্টুন নেটওয়ার্ক স্টুডিওজ। ওয়ার্নার ব্রাদার্স (Warner Bros) ৮২ জন স্ক্রিপ্টেড, আনস্ক্রিপ্টেড এবং অ্যানিমেশন কর্মীকে ছাঁটাই করার পরেই ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বলা হচ্ছিল, দুই কোম্পানির সংযুক্তিকরণের জন্য ২৬ শতাংশ কর্মীদের সরিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।এরপরেই নেটপাড়ায় ঝড় তোলে এই সংবাদ। কোটি কোটি নেটিজেনের আবেগের সঙ্গে জড়িয়ে কার্টুন নেটওয়ার্ক(Cartoon Network)। ফলত সকলেই নিজের ছেলেবেলার কাহিনি স্মরণ করতে শুরু করেন। ভেসে যান পুরনো নস্টালজিয়ায়। টুইটারে ট্রেন্ড করতে শুরু করে #RIPCartoonNetwork।
#RIPCartoonNetwork #theoneandonly #BELOVED
Cartoon Network is my whole world
My belief and everything that construct me pic.twitter.com/t9cBCDCPLT
— Blablara H (@Lico_JTJ) October 14, 2022
Some people’s childhood is officially over 🥺😭😭😭💔😅 #RIPCartoonNetwork pic.twitter.com/IyCtDrK77u
— #EndongoMuNsiko 26th Nov 2022 (@MrTenderi) October 15, 2022
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হয় চ্যানেল। অগুণতি দর্শকদের উদ্দেশ্যে টুইট করল কার্টুন নেটওয়ার্ক,তারা জানাল-
"আমরা মারা যাইনি। আমাদের ৩০ বছর বয়স হয়ে গেল। এই যা।" "ফ্যানদের বলতে চাই, আমরা কোথাও যাচ্ছি না। আপনাদের ভালোবাসার জায়গা হয়েই থেকে যাব আমরা। সৃজনশীল কার্টুনের জন্ম দিতে থাকব। আরও অনেক কার্টুন আসতে চলেছে।"
Y’all we're not dead, we're just turning 30 😂
To our fans: We're not going anywhere. We have been and will always be your home for beloved, innovative cartoons ⬛️⬜️ More to come soon!#CartoonNetwork #CN30 #30andthriving #CartoonNetworkStudios #FridayFeeling #FridayVibes
— Cartoon Network (@cartoonnetwork) October 14, 2022