78th edition of the Cannes Film Festival (Photo Credit: X@airnewsalerts)

ফ্রান্সে আজ থেকে শুরু হচ্ছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে ১২ দিনের এই চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন গোটা বিশ্বের শতাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতারা। এই বছরের উৎসবের থিম হল আলো, সৌন্দর্য এবং অ্যাকশন।

বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব কানের রেড কার্পেটে বিভিন্ন দেশের সিনেমা জগতের তারকারা চোখ ধাধানো পোষাকে অবতীর্ণ হবেন।গত কয়েক বছরে সেখানে ভারতের বহু তারকাও নজর কেড়েছেন। ঐশ্বর্যা রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, সোনম কপূরেরা তো বটেই, বিভিন্ন সময়ে কানে এসেছেন বিদ্যা বালন, কঙ্গনা রনৌত, কিয়ারা আডবাণী, অদিতি রাও হায়দরি, সারা আলি খানের মতো বলিউড তারকারাও।কানের রেড কার্পেটে ফের একবার নিজের উপস্থিতি পেশ করতে চলেছেন বলিউড কুইন ঐশ্বর্য রাই বচ্চন ৷ সেই সঙ্গে বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাটকে এবারের কানের লাল গালিচায় হাঁটতে দেখা যাবে ৷

উদ্বোধনী আসরে সম্মানজনক পাম দ’র পুরস্কার প্রদান করা হবে অভিনেতা রবার্ট ডি নিরোকে। এই সম্মাননা গ্রহণ করতে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে হাজির থাকবেন তিনি। উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আমেলি বোনাঁর ‘লিভ ওয়ান ডে’। এটি নির্মাতার প্রথম ছবি।

এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ১২টি ছবি। আঁ সেঁর্তা রিগা শাখায় থাকছে ২০টি চলচ্চিত্র, প্রতিযোগিতার বাইরে ১২টি ছবি, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৯টি ছবি। কান ক্লাসিক সেশনসে নির্বাচিত ৩০টি ছবি। লা সিনেফ শাখায় রয়েছে ১৬ টি। তবে এবার কোনো কোরিয়ান ছবি জায়গা করে নিতে পারেনি। গত এক যুগে এই প্রথম এমনটা ঘটল।

এবারের কান উৎসব হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য বিশেষ বটে। কেননা নির্বাচিত দুটি ছবির সঙ্গে তিনি জড়িত। মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফিন্যানশিয়াল স্কিম’-এ অভিনয় করেছেন স্কারলেট। এদিকে প্রথমবার ছবি নির্মাণ করে চমক দেখালেন স্কারলেট জোহানস। ‘এলিয়ানোর দ্য গ্রেট’ নির্বাচিত হয়েছে আঁ সার্তে রিগা বিভাগে।

অন্যদিকে জাহ্নবী কাপুরের ক্যারিয়ারেও নতুন প্রাপ্তি যুক্ত হলো। বলিউড অভিনেত্রী অভিনীত ‘হোমবাউন্ড’ নির্বাচিত হয়েছে আঁ সার্তে রিগায়।