Photo Credit_Instagram

২০২২ এই একসঙ্গে একের পর এক ছবি ঘোষণা করছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়।'শুভ বিজয়া', 'অন্তর্জাল', 'রাতের শহর'। তবে টলিউডে এবার নতুন ভূমিকায় দেখা যাবে বনি কৌশানিকে। এবার তাঁরা দর্শকদের জন্য আনতে চলেছেন-'ডাল বাটি চুরমা চচ্চড়ি'।বনি নিজের ইনস্টাগ্রাম ক্যাপশনে লিখেছেন -'আজ থেকে রান্না শুরু হল'

 

View this post on Instagram

 

A post shared by Bonny Sengupta (@bonysengupta)

নাম দেখে ভাবছেন তো, এ আবার কেমন খাবার?  তাহলে কী নতুন রেস্তোরা খুলেছেন বনি কৌশানি?  না , এটি কোন খাবারের পদ নয়, এটি হল বনি কৌশানীর নতুন ছবি যেখানে অভিনয়ের পাশাপাশি এবার তাঁরা আছেন প্রযোজকের  ভূমিকায়। তাঁদের প্রযোজনা সংস্থা বনি কৌশানী এন্টারপ্রাইজের ব্যানারেই মুক্তি পাবে এই ছবি। পরিচালনার দায়িত্বে আছেন হরনাথ চক্রবর্তী।

ডাল বাটি চুরমা রাজস্থানী খাবার আর চচ্চড়ি হল বাঙালি খাবার। তাহলে এই দুইয়ের মিশ্রণে ছবির নাম কেন? আসলে এই ছবির গল্পের দুই মুখ্য চরিত্র একজন উত্তর কলকাতার রাজস্থানী ও অপরজন দক্ষিণ কলকাতার বাঙালি। তাঁদের প্রেমকাহিনী  নিয়েই ছবির চিত্রনাট্য। সোমবার থেকে শুরু হল ছবির শুটিং। প্রথমদিন ছবির শুটিং হল উত্তর কলকাতার হেঁদুয়ায়। বনি কৌশানী ছাড়াও এই ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় সহ আরও অনেকে।