Varun Dhawan-Natasha Dalal: সবে বাবা হয়েছেন, বাড়ি ছেড়ে হৃতিকের ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন বরুণ ধাওয়ান?
Varun Dhawan, Natasha Dalal, Hrithik Roshan (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ জুন: সবে সবে বাবা হয়েছেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। বাবা হওয়ার পর এবার একরত্তিকে নিয়ে নতুন বাড়িতে যাওয়ার কথা ভাবছেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল (Natasha Dalal)। রিপোর্টে এমন খবর প্রকাশ্যে আসে। জানা যাচ্ছে, হৃতিক রোশনের জুহুতে যে বাড়ি রয়েছে, এবার সেটাই ভাড়া নিতে চলেছেন  নতুন বাবা-মা বরুণ-নাতাশা। হৃতিকের জুহুর বাড়ি যেখানে, তাঁর পড়শি অক্ষয় কুমার থেকে শুরু করে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালারা। এবার অক্ষয় কুমার, সাজিদ নাদিয়াদওয়ালাদের পড়শি হতে পারেন বরুণ-নাতাশা।

আরও পড়ুন: Kangana Ranaut Slap Case: লড়াই চরমে, প্রাক্তন প্রেমিকা কঙ্গনার চড়কাণ্ডে কী করলেন হৃতিক রোশন

দেখুন ট্য়ুইট...

 

 

View this post on Instagram

 

শোনা যাচ্ছে, জুহুর পুরনো বাড়ি ছেড়ে হৃতিক রোশন অন্য বাড়িতে যাচ্ছেন। ফলে পুরনো বাড়ি এবার ভাড়ায় নিতে পারেন বরুণ-নাতাশা। সমুদ্রমুখী হৃতিকর এই বাড়ির ভাড়া হিসেবে বরুণ ধাওয়ানকে কত টাকা দিতে হবে, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।