
কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival 2025) মঞ্চে আবারও নজর কাড়লেন অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। তাঁর ফ্যাশন, তাঁর সাক্ষাৎকার সবই যেন তাঁকে শিরোনামে তোলে। বৃহস্পতিবার কানের মঞ্চে আবারও ধরা দিলেন উর্বশী। তবে লাল গালিচায় হাঁটার আগে হোটেলের সিঁড়িতে চলল নায়িকার ফটোশুট। উর্বশীর ফটোশুট করার জেরে বিব্রত হলেন হোটেলের অন্যান্য অতিথিরা।
আরও পড়ুনঃ বগলের কাছে ফাটা, কানের লাল গালিচায় অজান্তেই ছেঁড়া পোশাকে হাঁটলেন উর্বশী, দেখুন ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওয় দেখা যাচ্ছে, হোটেলে উপরে ওঠার সিঁড়ির ঠিক মুখে দাঁড়িয়ে ফটোশুট করছেন বলি নায়িকা। সিঁড়িতে পোশাক বিছিয়ে উর্বশীর ছবি তোলার জেরে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন হোটেলের অতিথিরা এবং হোটেল কর্মীরা। কেউ কেউ পোশাক ডিঙিয়ে যাওয়া আসা করছেন। কেউ আবার দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কখন অভিনেত্রী পথ ছাড়বেন। তবে ফটোশুটে মত্ত অভিনেত্রীকে হোটেলের অতিথিদের নিয়ে এক ফোটাও বিচলিত হতে দেখা যায়নি। তিনি নিজের মত বিভিন্ন পোজে ছবি তুলেই যাচ্ছেন। অভিনেত্রীর এমন বিবেচনাহীন আচরণ তাঁকে সমালোচনার মুখে দাঁড় করিয়েছে।
সিঁড়ির পথ আটকে উর্বশীর ফটোশুটঃ
View this post on Instagram
৭৮'তম কানের মঞ্চে দিন কয়েক আগে ছেঁড়া পোশাকে ধরা দেন উর্বশী। পোশাকশিল্পী নাজা সাদের নকশা করা মিস কালো রঙের লং গাউনের বাম ঠিক বগলের কাছটায় ছিল ফাটা। ছেঁড়া অংশ দিয়ে বেরিয়ে রয়েছে বগলের মাংস। নেটিজেনের ঈগল-চোখে ঠিক তা ধরা পড়েছে। পোশাকটি উর্বশীর গায়ে এতটাই আঁটসাঁট যে তা পরার সময়ে কিংবা পরার পড়ে কোন ভাবে ওই অংশে ছিঁড়ে গিয়েছে, এমনটাই অনুমান করছেন নেটিজেন