
Urvashi Rautela Wears Torned dress at Cannes 2025: কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ছেঁড়া পোশাকে হাঁটলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এই আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকারা যোগ দেন। ঝকমারি পোশাকে চিত্রসাংবাদিকদের নজর কাড়ার চেষ্টা করেন। কার পোশাক কত সেরা তারই যেন এক অলিখিত প্রতিযোগিতা চলে। বিশ্ব মঞ্চে ছেঁড়ে পেশাকে হেঁটে গেলেন উর্বশী। তাও নিজের অজান্তেই।
২০২৫ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes Film Festival 2025) উর্বশীর দ্বিতীয় লুক ছিল বেশ আকর্ষণীয়। রবিবার পোশাকশিল্পী নাজা সাদের নকশা করা মিস কালো রঙের একটি লং গাউনে ৭৮'তম কানের মঞ্চে ধরা দেন নায়িকা। চিত্রসাংবাদিকদের ভিড়ের মাঝে হেঁটে গেলেন লাল গালিচা দিয়ে। উর্বশীর (Urvashi Rautela) পোশাকটি এক কথায় অনবদ্য ঠিকই কিন্তু তাতে থাকা একফালি ছেঁড়া অংশ চোখ এড়াল না নেটবাসীর। বাম বগলের ঠিক নীচে থাকা ওই ছেঁড়াটি নেটিজেনের ঈগল-চোখে ধরা পড়েছে। পোশাকটি এতটাই আঁটসাঁট নায়িকার গায়ে যে তা পরার সময়ে কিংবা পরার পড়ে কোন ভাবে ওই অংশে ছিঁড়ে গিয়েছে, এমনটাই অনুমান করছেন নেটিজেন। কানের মত বিশ্ব মঞ্চে এমন এক ত্রুটি উর্বশীর টিমের কারুর চোখে পড়ল না! তা ভেবেই হতবাক অনুরাগীরা।
কানের মঞ্চে ছেঁড়া পোশাকে উর্বশী:
Urvashi Rautela torned dress at Cannes
সমাজমাধ্যমে ছেঁড়া পোশাকে কানের মঞ্চ থেকে অভিনেত্রী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা। ধেয়ে আসছে কটাক্ষ। এক নেটিজেন মন্তব্য করেছেন, 'কানে ছেঁড়া পোশাক পরা প্রথম ভারতীয়'। আর একজন লিখেছেন, 'তার ভাগ্যটাই খারাপ'। যদিও কেউ কেউ আবার মনে করছেন, প্রচারের আলো পেতে পছন্দ করা নায়িকা হয়তো কৌশলগত ভাবেই এই ভুল করেছেন।
কানের মঞ্চ থেকে কালো গাউনে নিজের ছবি ইনস্টা হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন উর্বশী নিজেও। যদিও নায়িকার শেয়ার করা ছবিগুলো ডানদিন থেকে তোলা। ফলে পোশাকের ছেঁড়া অংশ ওই ছবিতে ধরা পড়েনি। নেটবাসীর ধারণা, পোশাকের ছেঁড়া অংশ লুকানোর চেষ্টা করছেন অভিনেত্রী। কানে তাঁর পোশাকের ত্রুটি নিয়ে অভিনেত্রী এখনও কোনও মন্তব্য করেননি।