
মুম্বই, ৫ ফেব্রুয়ারিঃ পথ দুর্ঘটনার মুখোমুখি বলিউড টেলিভিশন অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া (Urvashi Dholakia)। শনিবার পড়ুয়া বোঝাই স্কুল বাস অভিনেত্রীর গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। রোজকারের মত এদিনও অভিনেত্রী শুটিংয়ের জন্যে গন্তব্যস্থল মিরা রোড ফিল্ম স্টুডিয়োর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মাঝপথে ঘটে গেল দুর্ঘটনা। পড়ুয়া বোঝাই স্কুল বাস পিছন থেকে উর্বশীর গাড়িকে ধাক্কা মারে।
আরও পড়ুনঃ জিমের মধ্যে এ কাকে চুমু ছুড়লেন আলিয়া?
দুর্ঘটনার কবলে পড়লেও আহত হননি অভিনেত্রী (Urvashi Dholakia)। আপাতত সুস্থই রয়েছেন তিনি। দুর্ঘটনাটি অল্পের উপর দিয়ে চলে গিয়েছে তাই স্কুল বাস চালকের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করেননি টেলি অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া (Urvashi Dholakia)।
আরও পড়ুনঃ বিয়ের পিঁড়িতে শাহরুখ খানের চাক দে ইন্ডিয়া গার্ল চিত্রাশি, দেখুন
দুর্ঘটনার সময়ে বাসের মধ্যে কয়েকজন মাত্রই পড়ুয়া ছিলেন বলে খবর। পড়ুয়াদের কারুর কোন চোট লাগেনি বলেই জানা যাচ্ছে। নিছকই দুর্ঘটনা, মনে করে বাস চালকের বিরুদ্ধে উর্বশী কোন অভিযোগ দায়ের করেননি। তবে বাস চালকের জবানবন্দি নথিভুক্ত করেছে পুলিশ।