Tunisha Sharma (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ ডিসেম্বর: মৃত্যুর আগে শেহজান খানের (Sheezan Khan) সঙ্গে লাঞ্চ সারেন তুনিশা শর্মা (Tunisha Sharma)। 'আলি বাবা-দাস্তান-ই-কাবুলের' সেটে শেহজান খান-সহ সহকর্মীদের সঙ্গে লাঞ্চ সারেন তুনিশা। লাঞ্চের পর আচমকাই তুনিশা কেন এই সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত শ্যুটিংয়ের সময় দুপুর ১ থেকে ২টোর মধ্যে প্রতিদিন লাঞ্চের জন্য সময় পান অভিনেতারা। ২৪ ডিসেম্বরও একই সময়ে দুপুরের খাবার খেতে যান তুনিশা শর্মা। ওই সময়ই শেহজান খান এবং সেটের অন্য কর্মীদের সঙ্গে দুুপুরের খাবার খান তুনিশা। তারপরই নিজের জীবন শেষ করে দেন অভিনেত্রী।

আরও পড়ুন: Tunisha Sharma Death: 'যৌন খিদে মেটাতে মহিলাদের ব্যবহার করতেন শেহজান', বিস্ফোরক দাবি তুনিশার বন্ধু রায়ার

প্রসঙ্গত ২৪ ডিসেম্বর তুনিশার মৃত্যুর পর শেহজান কানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন প্রয়াত অভিনেত্রীর মা। এরপরই তুনিশাকে গ্রেফতার করে পুলিশ। শেহজানের গ্রেফতারির পর বিস্ফোরক অভিযোগ করেন প্রয়াত অভিনেত্রীর বন্ধু রায়া লাবিবও।

শেহজান একসঙ্গে ৬ থেকে ১০ জন মহিলার সঙ্গে একসঙ্গে যৌন সংসর্গ স্থাপন করতেন বলে অভিযোগ করেন রায়া লাবিব (Rayya Labib)। তুনিশার সঙ্গেও শারীরিক সম্পর্ক ছাড়া শেহজানের মানসিক সম্পর্ক ছিল না বলে দাবি করেন রায়া। যা নিয়ে ফের জোর গুঞ্জন শুরু হয়েছে।