মুম্বই, ২৪ মে: দ্য কেরালা স্টোরির অন্যতম মুখ্য চরিত্র আদা শর্মার ব্যক্তিগত ফোন নম্বর অনলাইনে লিক। যা নিয়ে বিপাকে পড়েন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার এক ইউজার আদা শর্মার ব্যক্তিগত ফোন নম্বর অনলাইনে লিক করেন। যা প্রকাশ পেতেই সাইবার সেলের দ্বারস্থ হন আদা শর্মার অনুরাীরা। পাশাপাশি হায়দরাবাদ এবং মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন আদা শর্মার বহু অনুরাগী। আদা শর্মার ফোন নম্বর অনলাইনে প্রকাশ করায়, ট্যুইটারের তরফেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। আদা শর্মার ফোন নম্বর প্রকাশ্যে আনার পর যেভাবে অভিযোগ দায়ের হয় পরপর, তারপরও চুপ করেননি ওই ব্যক্তি। অভিনেত্রীর নয়া ফোন নম্বরও তিনি প্রকাশ করে দেবেন বলে দেওয়া হয় হুমকি। যদিও আদা শর্মার তরফে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত দ্য কেরালা স্টোরি মু্তির পর থেকেই গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। দ্য কেরালা স্টোরিতে মুলসিম সম্প্রদায়ের মানুষকে অপমানিত করা হয়েছে বলে বেশ কিছু সংগঠনের তরফে অভিযোগ দায়ের করা হয়। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়ে যায় প্রায় গোটা দেশ জুড়ে।