মনোজ বাজপায়ী, শারিব হাসমির নাচ

মুম্বই, ১২ জুন: সবে সবে মুক্তি পেয়েছে ফ্যামিলি ম্যান টু। অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজে ফের মনোজ বাজপায়ী ( Manoj Bajpayee ) ওরফে শ্রীকান্ত তিওয়ারিকে নিয়ে অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়তে শুরু করে।

ফ্যামিলি ম্যান ওয়ানের মতো টু-তেও পর্দার শ্রীকান্ত তিওয়ারির সঙ্গে জে কে তলপড়ে অর্থাৎ শারিব হাসমির ( Sharib Hashmi ) বন্ধুত্বের রসায়ন অটুট। ফ্যামিলি ম্যান টু-তে (The Family Man 2) শ্রীকান্ত তিওয়ারি, জেকে তলপড়ের সঙ্গে এবার যুক্ত হন মুথ্থু ওরফে রবীন্দ্র বিজয়। মোস্ট ওয়ান্টেড রাজির খোঁজে শ্রীকান্ত, জেকে-রা চেন্নাইতে হাজির হন, সেই সময় দক্ষিণী গানের ধুনে নাচতে দেখা যায় তাঁদের। বিশেষ করে জে কে তলপড়েকে।

আরও পড়ুন: Shilpa Shetty: ১২ বছর ধরে সহ্য করেছেন, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শিল্পার স্বামী রাজ

ফ্যামিলি ম্যান টু-এর ওই দৃশ্য যেমন দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে, তেমনি ওই ভিডিয়ো যখন শ্যুট করা হয়, এবার প্রকাশ্যে এল তখনকার ছবি। যেখানে শারিব হাসমির সঙ্গে নাচতে দেখা যায় মনোজ বাজপায়ীকে। ফ্যামিলি ম্যান টু-এর ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দর্শকরা ফের ভালবাসা প্রকাশ করেন অভিনেতাদের প্রতি।