The Diary Of West Bengal (Photo Credits: Twitter)

কলকাতা, ২৬ মেঃ 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files), 'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story) পর এবার বিতর্ক শুরু 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল'  (The Diary Of West Bengal) ঘিরে। সম্পতি মুক্তি পেয়েছে সনোজ মিশ্র পরিচালিত ছবি 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল'র ট্রেলার। আর ট্রেলার মুক্তির পর থেকেই শুরু বিতর্ক। ছবির পরিচালক সনোজ মিশ্রকে এবার আইনি নোটিশ পাঠাল রাজ্য পুলিশ (Kolkata Police)। ছবির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সম্মানকে ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে, এই অভিযোগেই আইনি নোটিশ পৌঁছেছে পরিচালকের কাছে।

আর্মহার্স্ট স্ট্রিট থানায় চলতি মে মাসেই 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' (The Diary Of West Bengal) পরিচালক সনোজ মিশ্রর বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে অসম্মান করার অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এবার মুম্বাইবাসী পরিচালককে আইনি নোটিশ পাঠানো হয়েছে আর্মহার্স্ট থানার তরফে। আগামী ৩০ মে দুপুর ১২ টার সময়ে জিজ্ঞাসাবাদের জন্যে তাঁকে থানায় আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিজের ছবি নিয়ে কী বলছেন পরিচালক... 

ছবির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগ উঠলেও পরিচালকের দাবি, সত্য ঘটনা অবলম্বন করেই এই ছবি তৈরি করা হয়েছে। বঙ্গে ঘটে যাওয়া একের পর এক অশান্তি, হিংসাত্মক ঘটনা, বিশৃঙ্খল পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে এই ছবির মধ্যে দিয়ে।

দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল-এর ট্রেলার...