মুম্বই, ২৩ নভেম্বর: অবশেষে প্রকাশ্যে এল তামিলনাড়ুর (Tamil Nadu) প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার (Jayalalithaa) বায়োপিক 'থ্যালাইভি'র (Thalaivi) ফার্স্ট লুক। জয়ললিতার ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। থালাইভির ভূমিকায় তাঁকে দেখলে প্রথম ঝলকে তাঁকে চিনতে পারা সত্যিই কঠিন। বিজয় পরিচালিত 'থ্যালাইভি' ছবিতে MGR-এর ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা অরবিন্দ স্বামী (Arvind Swami)। ছবির ফার্স্ট লুক (First Look) সামনে আসতেই তা ভাইরাল হল মুহূর্তেই।
এই ছবিতে মেক আপ খুবই গুরুত্বপূর্ণ অংশ। 'থ্যালাইভি' ছবির মেকাপঘর সামলাচ্ছেন জেসন কলিন্স। যিনি 'ক্যাপ্টেন মার্ভেল' থেকে 'ব্লেড রানার'-এর মতো হলিউডি ছবির মেকআপের দায়িত্ব সামলেছেন। আগামী বছরের জুন মাসেই মুক্তি পাওয়ার কথা 'থ্যালাইভি-র।' শুরুতে জয় ললিতার চরিত্রের ক্ষেত্রে উঠে এসেছিল বহু নাম। কখনও শোনা গিয়েছিল কাজল (Actress kajal) তো কখনও বিদ্যা বালন (Vidya Balan)। অনেক দুঁদে অভিনেত্রীর নামই ছিল সেই তালিকায়। সব জল্পনার অবসান ঘটিয়ে নির্মাতাদের তরফে জানানো হয়েছিল থালাইভির ভূমিকায় বাছা হয়েছে কঙ্গনার নামই। আরও পড়ুন: কুইন এবার রক্তাক্ত: মুক্তি পেলো কঙ্গনা রানাওয়াত অভিনীত 'ধাকর ' ছবির টিজার
ছবির জন্য মার্কিন মুলুকে (America) গিয়েও প্রস্তুতি নিয়েছেন কঙ্গনা। নিজেকে তৈরি করেছেন একটু একটু করে। নিজের ইনস্টাগ্রামে তেমনই কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। লস অ্যাঞ্জেলেসের জেসনকলিনস স্টুডিওতেই চলছে থালাইভির প্রাথমিক পর্যায়ের কাজ। রাজনীতিবীদ হওয়ার আগে জয়ললিতা ছিলেন একজন অভিনেত্রী। শোনা যাচ্ছে একটি গানের শুট করবেন কঙ্গনা, যেখানে থাকবেন প্রায় ১০০জন ব্যাকগ্রাউন্ড ডান্সার। সেই গান করিয়োগ্রাফি করছেন দক্ষিণ ভারতীয় সিনেমার বিখ্যাত করিয়োগ্রাফার গায়ত্রী রঘুরাম। গানটির স্বাদ একেবারে রেট্রো। এও শোনা যাচ্ছে এই গানটির সঙ্গে নাচের জন্য কঙ্গনা সাংঘাতিক পরিশ্রম করছেন।