Sushant Singh Rajput: সুশান্ত নেই, বিপুল অঙ্কের ভাড়ায় অভিনেতার মুম্বইয়ের বাড়িতে খোঁজ চলছে ভাড়াটিয়ার
সুশান্ত সিং রাজপুত, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৫ জুন: সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) ব্যান্দ্রার যে বিলাসবহুল বাড়িতে ভাড়া থাকতেন, এবার তা ফের নতুন করে ভাড়া দেওয়া হবে। সুশান্তের মৃত্যুর এক বছর পূর্ণ হতেই এবার এমনই নোটিশ ঝোলানো হয় বাড়ির মালিকের তরফে।

জানানো হয়, ব্যান্দ্রার (Bandra) যে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সুশান্ত সিং রাজপুত ভাড়া থাকতেন, সেখানে থাকতে হলে মাসে মাসে ৪ লক্ষ করে ভাড়া হবে ভাড়াটিয়াকে। প্রসঙ্গত ব্যান্দ্রার ওই অ্যাপার্টমেন্টে প্রত্যেক মাসে সাড়ে চার লক্ষ করে ভাড়া দিয়ে থাকতেন সুশান্ত। মহামারীর জেরে ভাড়ার সেই উর্দ্ধ তালিকায় ভাটা পড়েছে। এবার ওই অ্যাপার্টমেন্টে থাকতে হলে ৪ লক্ষ করে ভাড়া গুনতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Nusrat Jahan: গর্ভ নিরোধকের বিজ্ঞাপন, অশ্লীল কটূক্তির মুখে নুসরত জাহান

ব্যান্দ্রায় সমুদ্রের (Sea Facing) দিকে মুখ করা ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকেই ২০২০ সালের ১৪ জুন উদ্ধার করা হয় বলিউড  (Bollywood) অভিনেতার মৃতদেহ। সুশান্তকে ৩৬ মাসের চুক্তিতে ভাড়া দেওয়া হয় ওই বাড়ি। ৩৬ মাস পেরনোর পর এবার ফের নতুন করে ভাড়াটিয়ার খোঁজ করছেন বাড়ির মালিক।