সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ (Photo Credits: Yogen Shah)

মুম্বই, ১৪ জুন: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) ১৪ জুন আত্মহত্যা করেন। বান্দ্রার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়ে। আত্মহত্যা (Suicide) করেছেন বলেই প্রাথমিক ভাবে জানিয়েছে মুম্বই পুলিশ। সোমবার মুম্বইতে আত্মহত্যা করেন তাঁর সেলিব্রিটি ম্যানেজার দিশা সালিয়ান। সুশান্ত সিং রাজপুত এবং বরুণ শর্মার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েন সেলেবরা। দিশা কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন।

মুম্বই পুলিশের মুখপাত্র ডিসিপি প্রণয় অশোক বিবৃতি প্রকাশ করে বলেছেন, সুশান্তের মৃত্যুর বিষয়টি এখনও তদন্ত করা হচ্ছে এবং তবে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সুশান্ত সিং রাজপুতের মরদেহ কয়েক ঘণ্টা আগে তার বাসভবন থেকে নামিয়ে আনা হয় এবং ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও পড়ুন, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় শোকের ছায়া বলিউড, ক্রীড়াজগৎ, টলিউডে; শোকস্তব্ধ ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখার্জি

দেখুন তার কিছু ছবি-

(Photo Credits: Yogen Shah)
(Photo Credits: Yogen Shah)
(Photo Credits: Yogen Shah)
(Photo Credits: Yogen Shah)

আকস্মিক আত্মহত্যার খবরে মর্মাহত তাঁর সমস্ত ফ্যানেরা। মাত্র ৩৪ বছর বয়সে একজন প্রতিভাশালী অভিনেতার আত্মহত্যার খবরে শোকস্তব্ধ বলিউড, খেলার জগৎ থেকে টলিউডও। সকলের একটিই প্রশ্ন- কী এমন ঘটেছিল যে ঝুলিতে সফলতা সত্ত্বেও মৃত্যুর পথ বেছে নিতে হল তাঁকে? তাঁর আত্মহত্যাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন।তাঁর আত্মার শান্তি কামনা করে টুইট করেন অমিতাভ বচ্চন, রুবিনা টেন্ডন, ফারহান আখতার, সঞ্জয় দত্ত, সাইনা নেহওয়াল, সচিন তেন্ডুলকর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।