Sushant Singh Rajput Death: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়াকে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ
সুশান্ত সিং রাজপুত ও আদিত্য চোপড়া (Photo: FB/Wikipedia)

মুম্বই, ১৮ জুলাই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর তদন্তে মুম্বই পুলিশ যশরাজ ফিল্মসের (Yash Raj Films) চেয়ারম্যান আদিত্য চোপড়াকে (Aditya Chopra) জিজ্ঞাসাবাদ করেছে। গতকাল নিজের বক্তব্য রেকর্ড করতে দুই আইনজীবীকে নিয়ে আদিত্য ভার্সোভা থানায় গেছিলেন। সুশান্ত সিং যশরাজ ব্যানারের সঙ্গে তিনটি সিনেমা করার চুক্তি করেছিলেন। এর আগে এই প্রযোজনা সংস্থার ব্যানারে 'শুদ্ধ দেশি রোম্যান্স' ও এবং 'গোয়েন্দা ব্যোমকেশ বক্সী' করেছিলেন সুশান্ত। পরিচালক শেখর কাপুর পরিচালিত 'পাণী' নামের তৃতীয় সিনেমায় অভিনেতার কাজ করার কথা ছিল। যদিও সেটা আর হয়নি, সিনেমাটিও হয়নি।

শেখর কাপুরের মতে, 'পানি' না হওয়াতে সুশান্তের খুব মন খারাপ হয়ে গেছিল। বাজেট ও ক্রিয়েটিভ কারণে সিনেমাটি দিনের আলো দেখেনি। জানা যায়, সুশান্ত বেশ কয়েকটি ছবিতে কাজ না করার কথা জানিয়েছিলেন। সঞ্জয় লীলা বনশালীর চারটি ছবির প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছিলেন। যার মধ্যে একটি হল 'রামলীলা'। সুশান্তের জায়গায় ওই ছবিতে নেওয়া হয় রণবীর সিংকে। জানা গেছে, সুশান্তকে ক্যাটরিনা কাইফ অভিনীত 'ফিতুর' ও শ্রদ্ধা কাপুরের 'হাফ গার্লফ্রেন্ড' সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি 'রাবতা'-তে কাজ করার সম্মতি জানিয়েছিলেন বলে করতে পারেননি। আরও পড়ুন: Aishwarya Rai Bachchan and Daughter Admitted To Hospital: শারীরিক অসুস্থতা বাড়ায় নানাবতী হাসপাতালে ভরতি হলেন ঐশ্বর্য ও আরাধ্যা বচ্চন

অন্যদিকে, পানি ছবির প্রস্তুতির মধ্যেই যশরাজ ফিল্মসের তৃতীয় ছবি 'বেফিকর' সিনমায় সুশান্তের অভিনয় করার কথা ছিল। কিন্তু তাঁর জায়গায় রণবীর সিংকে নেওয়া হয়েছিল। যার কারণে সুশান্ত ভেঙে পড়েন। এছাড়াও সুশান্তের ঘনিষ্ঠ সূত্রে খবর, পানির শ্যুটিং কোনও এক অজানা কারণে শেষ করা হয়নি। এখানেই শোনা গেছে, চাপ এসেছিল সলমন খান ও তাঁর দলবলের কাছে থেকে। একদিকে রামলীলার প্রস্তাব ফিরিয়ে দেওয়া অন্যদিকে পানির শ্যুটিংও শেষ না হওয়ায় কার্যত দুকুলই গেছিল অভিনেতার। আর এতেই নাকি বেশ ভেঙে পড়েছিলেন সুশান্ত।