মুম্বই, ১২ ফেব্রুয়ারিঃ ২০০ কোটি টাকা আর্থিক তছরুপ মামলায় মুখ্য অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar) বন্দি হয়েছেন দিল্লির তিহার জেলে। জেলে বসেই টিভি অভিনেত্রী চাহাত খান্নার (Chahatt Khanna) উপর মানহানির দাবি তুলে আইনি নোটিস পাঠিয়েছেন কনম্যান সুকেশ। তাঁর খ্যাতির ‘ক্ষতি’ করার চেষ্টা করেছেন অভিনেত্রী, এই অভিযোগ তুলে চাহাত খান্নার কাছে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণের আইনি নোটিস ধরালেন সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)।
কয়েক সপ্তাহ আগেই এক সাক্ষাৎকারে হিন্দি টেলিভিশন অভিনেত্রী চাহাত খান্না (Chahatt Khanna) জানিয়েছিলেন, দিল্লিতে এক প্রোগ্রামের নাম করে তাঁকে দিল্লির তিহার জেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর সাক্ষাৎ হয় সুকেশের সঙ্গে। সুখেশ নিজের পরিচয় গোপন করে, মিথ্যা পরিচয় দিয়ে জেলের মধ্যেই তাঁকে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। অভিনেত্রীর স্বামী এবং সন্তান আছে জানা সত্ত্বেও সুকেশ (Sukesh Chandrasekhar) তাঁকে বিয়ের প্রস্তাব দেন। চাহাত এও বলেন, সুকেশ তাঁকে বলেছিলেন তাঁর সন্তানদের দায়িত্বও তিনি নেবেন।
এমন অভিযোগের পরেই সুকেশের (Sukesh Chandrasekhar) আইনজীবী অনন্ত মালিক একটি আইনি নোটিস পাঠান টিভি অভিনেত্রীর (Chahatt Khanna) কাছে। একাধিক মিডিয়ার কাছে দেওয়া অভিনেত্রীর সাক্ষাৎকারকে মিথ্যা বলে দাবি করে সুকেশের আইনজীবী এই নোটিস পাঠান। চাহাতের বক্তব্যের জেরে তার মক্কেল সুকেশের মানহানি হয়েছে এবং ক্ষতিপূরণ বাবদ ১০০ কোটি টাকা দাবি করেছেন আইনজীবী।
২ ফেব্রুয়ারি এক মিডিয়া বিবৃতিকে সুকেশ চন্দ্রশেখর স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি টিভি অভিনেত্রী চাহাত খান্নাকে (Chahatt Khanna) কখনওই বিয়ের প্রস্তাব দেননি। তিনি এও বলেন, ‘বিবাহিত মহিলা কিংবা সন্তানের মায়ের প্রতি আমার কোন আগ্রহ নেই’। এমনকি চাহাত খান্নাকে লোভী বলেও মন্তব্য করেছেন সুকেশ (Sukesh Chandrasekhar)।