Kareena Kapoor Khan: সারার জন্মদিন, সৎ মেয়েকে কী বললেন করিনা
সারার সঙ্গে করিনা, ফাইল ছবি

মুম্বই, ১৩ অগাস্ট: ছাব্বিশে পড়লেন সারা আলি খান (Sara Ali Khan)। সারার ছাব্বিশের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন করিনা কাপুর খান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সারার ছবি শেয়ার করে তাঁকে ভালবাসা জানান করিনা (Kareena Kapoor Khan)।

'হ্যাপি বার্থডে বিউটিফুল' বলে সৎ মেয়ের জন্মদিনে তাঁকে ভালবাসা জানান করিনা। শুধু তাই নয়, সারা যেমন আছেন, তেমনভাবেই যেন সারা জীবন থাকেন বলেও মন্তব্য করতে দেখা যায় করিনাকে।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: নতুন বাড়িতে প্রবেশ, পুজো করছেন করিনা কাপুর খান

দেখুন...

সইফের (Saif Ali Khan) সঙ্গে করিনার বিয়ের পর থেকেই সারার সঙ্গে বেবোর সম্পর্ক বেশ ভাল বলে শোনা যায়। এমনকী, করিনাকে মা নয়, নাম ধরে ডাকতেই সারা বেশি স্বাচ্ছন্দ বলে বলেও জানা যায়। এমনকী, করিনা তাঁর বন্ধু বলেও বার বার মন্তব্য করেন সারা আলি খান। সারার পাশাপাশি ইব্রাহিম খানের (Ibrahim Khan) সঙ্গেও করিনার সম্পর্ক বেশ ভাল বলে জানা যায়। তবে করিনার সঙ্গে সইফের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের সম্পর্কের শীতলতা এখনও কাটেনি বলেই খবর।