চেন্নাই, ১৪ অগাস্ট: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত সংগীতশিল্পী এস পি বালাসুব্রমনিয়মের (SP Balasubrahmanyam) শারীরিক অবস্থার অবনতি। তাঁকে আইসিইউ-তে ভরতি করা হয়েছে। চেন্নাইয়ের এমজিএম হেল্থ কেয়ার হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। এমজিএম হেলথ কেয়ারের প্রকাশিত হেলথ বুলেটিন অনুসারে, সংগীত শিল্পীর স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়েছে এবং তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।
হাসপাতালের তরফে বলা হয়েছে, "১৩ অগাস্ট গভীর রাতে তাঁর অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসা বিশেষজ্ঞ দলের পরামর্শের ভিত্তিতে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়। তিনি লাইফ সাপোর্টে রয়েছেন এবং তাঁর অবস্থা এখনও গুরুতর।” আরও পড়ুন: SP Balasubrahmanyam Tests Positive For Coronavirus: করোনা আক্রান্ত সংগীত শিল্পী এস পি বালাসুব্রমনিয়ম
In a late-night development on 13th Aug, Balasubrahmanyam's condition had deteriorated and based on the advice of expert medical team attending to him, he has been moved to Intensive Care Unit (ICU) & he is on life support & his condition remains critical: MGM Healthcare, Chennai https://t.co/rk1bPiio9f pic.twitter.com/hVRGqAL43I
— ANI (@ANI) August 14, 2020
৫ অগাস্ট বুধবার ফেসবুক হ্যান্ডেলে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেন এসপি। সেখানেই তিনি জানান, গত কয়েকদিন ধরে শরীর একটু খারাপ করছিল তাঁর। বুকেও সামান্য ব্যথা ছিল। সেই সঙ্গে ছিল ঠাণ্ডা লাগা, কাশি। শরীর অসুস্থ হতেই চিকিৎসা শুরু করেন। হাসপাতালে গিয়ে কোভিড পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকরা তাঁকে এখনই হাসপাতাল ভর্তি হতে বারণ করেন। তবে সুব্রমনিয়ম জানিয়েছেন, যেহেতু বাড়িতে তাঁর পরিবার রয়েছে তাই তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।