মুম্বই ২৭ মেঃ হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পাহাড়ি উপত্যকায় অর্ধনগ্ন হয়ে বাইক চালাচ্ছেন অভিনেতা সনু সুদ (Sonu Sood)। মাথায় নেই হেলমেট। নেই সুরক্ষার কোনরকম সরঞ্জাম। ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে হিমাচলের স্পিতি উপত্যকায় (Spiti Valley) বাইক চালিয়ে বিতর্কের মুখে পড়েছেন দাবাং অভিনেতা। স্পিতি পুলিশ আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন নেটবাসীকে। অবশেষ ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সনু। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে কী সাফাই দিলেন অভিনেতা?
সোমবার রাত থেকে নেটপাড়ায় সনু সুদের একটি ভিডিও ঘুরছে। হিমাচলের (Himachal Pradesh) স্পিতি উপত্যকায় (Spiti Valley) অর্ধনগ্ন হয়ে বাইক চালাচ্ছেন অভিনেতা। পরনে পোশাক বলতে কেবল হাফ প্যান্ট। মাথায় নেই হেলমেট। নেই সুরক্ষার কোনরকম সরঞ্জাম। ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে পাহাড়ি উপত্যকায় বাইক রাইডিং উপভোগ করছেন অভিনেতা। সনুর এই আচরণের জন্যে পুলিশি পদক্ষেপের দাবি তুলতে শুরু করে নেটবাসী। পুলিশও অভিযোগের তদন্ত করার আশ্বাস দেন। এরপরেই নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা সনু। যেখানে তাঁকে শার্ট এবং হেলমেট পরেই স্পিতি উপত্যকা দিয়ে বাইক চালিয়ে যেতে দেখা যাচ্ছে।
আরও পড়ুনঃ অর্ধনগ্ন হয়ে পাহাড়ি উপত্যকায় বাইক চালাচ্ছেন সনু, ভাইরাল ভিডিও ঘিরে পুলিশি তদন্তের আর্জি
অভিনেতা লেখেন, 'সুরক্ষা সবার আগে। আমরা সবসময় আইন মেনে চলি। হেলমেট ছাড়া ওই ভিডিওটি ছবির স্ক্রিপ্টের অংশ ছিল। তাই দয়া করে সেটি এড়িয়ে চলুন। নিরাপদে যাত্রা করুণ এবং সর্বদা হেলমেট পরুন'।
সনুর সাফাইঃ
Safety First. 🪖
We always abide by the laws, an old clip without the helmet was a part of our script. So kindly ignore.
RIDE SAFE
RIDE SMART.
ALWAYS WEAR A HELMET. ⛑️ https://t.co/bn0LB7zJUk pic.twitter.com/IgcgBI7XEG
— sonu sood (@SonuSood) May 27, 2025
অভিনেতা ওই ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২৩ সালে বলেই জানা যাচ্ছে।