Sonu Nigam Attacked: 'ভাগ্য ভাল বেঁচে গিয়েছি', হামলার পর মুখ খুললেন সোনু নিগম
Sonu Nigam (Photo Credit: Instagram)

মুম্বই, ২১ ফেব্রুয়ারি: সোমবার রাতে মুম্বইয়ের (Mumbai) চেম্বুরে একটি গানের অনুষ্ঠানে সোনু নিগমের (Sonu Nigam) উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। চেম্বুরে অনুষ্ঠানে শেষের পর যখন মঞ্চ থেকে নামতে যান, সেই সময় আচমকাই তাঁর উপর হামলা চালানো হয় বলে একাধিক ফুটেজে উঠে আসে। সোনু নিগমের বন্ধু রব্বানি খান এবং তাঁর নিরাপত্তারক্ষী ঘটনার জেরে আহত হন। সোমবার রাতে শিল্পীর উপর হামলা নিয়ে যখন জোর কদমে চর্চা শুরু হয়, সেই সময় মুখ খোলেন সোনু। তিনি বলেন, যখন তাঁকে ধাক্কা দেওয়া হয়, তিনি পড়ে যান। যদি পিছনে লোহা থাকত.... ভাগ্য ভাল তিনি বেঁচে গিয়েছেন, না হলে, মরে যেতেন বলে মন্তব্য করেন বলিউডের প্রথম সারির এই জনপ্রিয় গায়ক।

আরও পড়ুন: Sonu Nigam Attacked: কনসার্টে হামলার পরের দিন সকালেই মুম্বই বিমানবন্দরে সোনু নিগম, কেমন আছেন শিল্পী?

সোমবারের ঘটনার পরপরই সোনু নিগম চেম্বুর থানায় হাজির হন। শিল্পীর উপর হামলার যে ভিডিয়ো ছড়িয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে। পাশাপাশি এ বিষয়ে সোনু নিগমের সঙ্গেও কথা পুলিশ বলছে বলে খবর।