বাংলা ও বলিউডের সংগীত জগতে খুশির খবর। এবার মা হতে চলেছেন সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। আজ নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শ্রেয়া শেয়ার করেন বেবি বাম্পের (Baby Bump) ছবি। আগত সন্তানকে 'শ্রেয়াদিত্য' বলেও সম্মোধন করেন তিনি। বিয়ের ৬ বছর পর নতুন অতিথি আসতে চলেছে শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্যর ঘরে।
বৃহস্পতিবার সকালে একটি ছবি শেয়ার করেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। যেখানে শ্রেয়া জানান, মা হতে চলেছেন তিনি। এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে গিয়ে রোমাঞ্চিত শিলাদিত্য এবং তিনি। শ্রেয়া লেখেন, "বেবি শ্রেয়াদিত্য (Shreyaditya) আসছে! শিলাদিত্য এবং আমি দারুণ খুশি এই খবরটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে। তোমাদের সবার ভালোবাসার আর আর্শীবাদ প্রয়োজন, আমরা আমাদের জীবনের নতুন একটা পর্ব শুরু করতে চলেছি।" আরও পড়ুন: FIR Lodged Against Rakhi Sawant: ৬ লাখ টাকা প্রতারণার অভিযোগ, দিল্লিতে রাখি সাওয়ান্তের বিরুদ্ধে এফআইআর
Instagram-এ এই পোস্টটি দেখুন
সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে শ্রেয়াকে নিজের বেবি বাম্পের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। বেবি বাম্পটিকে দু হাত দিয়ে আগলে থাকতে দেখা যাচ্ছে শ্রেয়াকে।