অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর সঙ্গে জড়িত মাদক তদন্তে শুক্রবার রাতে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই শৌমিক চক্রবর্তী (Showik Chakraborty) এবং স্যামুয়েল মিরান্ডাকে (Samuel Miranda) গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau)। এনসিবি-র জয়েন্ট ডিরেক্টর কেপিএস মালহোত্রা বলেন, "আমরা শৌমিক এবং স্যামুয়েল মিরান্ডার পরিবারকে জানিয়েছি এবং দুজনকেই এনডিপিএস আইনের বেশ কয়েকটি ধারাতে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকেই শনিবার আদালতে হাজির করা হবে।"
শুক্রবার ভোরে দিকে এনসিবি-র একটি দল শৌমিকের বাড়িতে ও মিরান্ডার বাড়িতে অভিযান চালায়। দুই জায়গা থেকে বেশ কিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে এনসিবি জাইদ ভিলাত্রা ও আবদেল বাসিত পরিহর নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল। এনসিবি সূত্র জানিয়েছে, ভিলাত্রা ও পরিহর উভয়ই জিজ্ঞাসাবাদের পরে শৌমিক এবং মিরান্ডার নাম জানিয়েছে। আরও পড়ুন: PUBG-র পরিবর্তে FAU-G আসতে চলেছে অভিনেতা অক্ষয় কুমারের উদ্যোগে, অক্টোবরেই প্রকাশ পাচ্ছে দেশী গেম
শৌমিকের চ্যাটের বিশ্লেষণে জানা গেছে যে চলতি বছরের সালের ১৭ মার্চ সে স্যামুয়েল মিরান্ডাকে জাইদ ভিলাত্রার ফোন নম্বর দিয়েছিল। এছাড়া তাঁকে ৫ গ্রাম ড্রাগের জন্য ১০ হাজার টাকা দিতে বলেছিল। এরপর মিরান্ডা শৌমিকের নির্দেশে প্রথমবারের মতো ভিলাত্রার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এনসিবি উল্লেখ করেছে যে বেশ কয়েকটি উদাহরণ রয়েছে যেখানে পরিহর ড্রাগের ব্যবস্থা করে এবং শৌমিকের সঙ্গে তার নিয়মিত যোগাযোগে ছিল।