দীর্ঘদিন ধরেই অভিনয়-সিনেমা-শ্যুটিং থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। এবার সমস্ত মৌনতা ভেঙে দর্শকদের চাহিদায় ফের নিজের জায়গায় ফিরে আসছেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। কমেডি অ্যাকশন থ্রিলার মুভির হাত ধরে আগামী বছরই রূপোলী পর্দায় ফিরছেন তিনি। আসন্ন এই ছবির শ্যুটিং হতে পারে এ দেশ থেকে বিদেশেও। এই ছবির জন্য দেশে নিয়ে আসা হতে পারে আন্তর্জাতিক মানের স্টান্ট ক্রিউ। তাঁরাই ছবির অ্যাকশন ডিজাইন করবে। বর্তমানে স্ক্রিপ্টের অদল-বদলের শেষ প্রস্তুতি চলছে। এরপরই শ্যুটিংয়ের লোকেশন ও অন্যান্য কাস্ট নির্বাচন পর্ব চলবে। ছবিতে কাজ করবে বলি ইন্ডাস্ট্রির সেরা ক্রু ও টেকনিক্যাল টিম। নায়কের বিপরীত চরিত্রে বাছাই হতে পারে দেশের শীর্ষ অভিনেত্রীকেও।
'স্ত্রী' ছবির পরিচালক রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকের হাত ধরে স্টাইলিশ ফিল্মে (Stylish Film) অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। নিউজ ১৮-এর খবর অনুযায়ী জানা গিয়েছে, এই প্রথম পরিচালক ও লেখকের পরিচালনায় অভিনয় করবেন তিনি। প্রসঙ্গত, রাজ ও ডিকের পরিচালনায় অন্যান্য সফল চিত্রনাট্যগুলির মধ্যে রয়েছে সোর ইন দ্য সিটি, গো গোয়া গন, আ জেন্টলম্যান প্রভৃতি। বছরের শাহরুখের শেষ ছবি আনন্দ এল রাইয়ের জিরো। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবিটি। তারপর আর কোনও সিনেমার জন্য সই করেননি রোম্যান্স কিং। নজর রেখে এসেছেন পরিবার আর নিজের প্রোডাকশনের উপরই। তবে এতদিন ধরে নিজের কামব্যাক প্রজেক্ট নিয়ে টুঁ শব্দটি করেননি শাহরুখ। আরও পড়ুন: Dheeme Dheeme Challenge: এয়ারপোর্টে বাজি ধরে দীপিকা পাডুকোনকে নাচ করালেন কার্তিক আরিয়ান
এখন দেখার, 'স্টাইলিশ ফিল্ম' শাহরুখের নামের উপর থেকে ফ্লপের (Flop) গ্লানি মুছতে কিনা।