Katrina Kaif: ক্যাটরিনা কাইফের জন্মদিনে শুভেচ্ছা সলমন খানের, দেখুন ছবি
Salman Khan's birthday wish for Katrina Kaif (Photo Credits: Twittter)

ক্যাটরিনা কাইফের জন্মদিনে অবশেষে শুভেচ্ছা জানালেন সলমন খান। নিজের টুইটারে অ্যাকাউন্টে ক্যাট-সলমনের একটি সিনেমার এক টুকরো ছবি নিয়ে সহ-অভিনেত্রীকে স্পেশাল দিনে জানালেন জন্মদিনের শুভেচ্ছা। এই মিষ্টি শুভেচ্ছাপত্র পেয়ে ক্যাটরিনার ঠোঁটের কোণে এক চিলতে হাসি যে ফুটে উঠতে বাধ্য, সেটি হলফ করে বলাই যায়।

Tiger Zinda Hai ছবির Dil Diyan Gallan' গানের সলমন-ক্যাটের রোমান্টিক মুহূর্তের দৃশ্য-বন্দি করে ক্যাটরিনার জন্মদিনে শুভেচ্ছা জানালেন ভাইজান। আর এই ছবিটি আরও একবার আমাদেরকে বুঝতে সাহায্য করল যে, সলমন এবং ক্যাটরিনাকে একসঙ্গে বিগস্ক্রিনে কতটা সুন্দর লাগে। সলমন ছাড়াও ক্যাটরিনাকে এদিন শুভেচ্ছা জানান সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা এবং ভিকি কৌশল। ক্যাটের বয়ফ্রেন্ডের তালিকায় গুজবের জন্য নাম উঠেছিল একসময় ভিকির।

আবারও কী দেখা যাবে এই জুটি অনস্ক্রিন? হুমম.. সে আশা অবশ্যই রয়েছে কারণ Tiger Zinda Hai ছবির সিক্যুয়েল তৈরির কথা চলছিল। অতএব, এখন শুধুই অপেক্ষার পালা! আশা করা যায়, খুব শীগগির চলচিত্র নির্মাতারা ছবি তৈরির সুখবর দেবেন।