![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2024/05/Salman-Khan-1-380x214.jpg)
মুম্বই, ১৬ জুনঃ ফের খুনের হুমকি সলমন খানকে (Salman Khan)। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে বলিউড ভাইজানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থান (Rajasthan) থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। অতীতে একাধিকভাবে খুনের হুমকির মুখোমুখি হয়েছেন অভিনেতা। কখনও ইমেলে, কখনও ফোন করে তাঁকে প্রাণে মারার ভয় দেখানো হয়েছে। এপ্রিল মাসেই মুম্বইয়ে সলমনের 'গ্যালাক্সি' অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি পর্যন্ত চালিয়েছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্যরা। সেই চক্র ফাঁস করে অভিযুক্তদের গ্রেফতারও করেছে পুলিশ। সেই ঘটনার দুমাস পার হতে না হতে আবারও খুনের হুমকি এল ভাইজানের কাছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে সেই হুমকি দেয় অভিযুক্ত।
মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার এক আধিকারিক জানান, অভিযুক্ত বছর পঁচিশের যুবক রাজস্থান বুন্দির বাসিন্দা। নাম বানোয়ারিলাল লাতুরলাল গুজর। ওই যুবক নিজের ইউটিউব চ্যানেল থেকে সলমনকে খুনের হুমকি দিয়ে একটি ভিডিয়ো পোস্ট করে। সেখান তাকে বলতে শোনা গিয়েছ, লরেন্স বিষ্ণোই, গল্ডি ব্রার এবং আরও কিছু গ্যাংয়ের সদস্য আমার সঙ্গে রয়েছে। আমি সলমনকে খুন করতে যাচ্ছি। কারণ তিনি এখনও ক্ষমা চাননি'।
ওই আধিকারিক সূত্রে আরও খবর, ভিডিয়োটি রাজস্থানের একটি হাইওয়েতে তোলা হয়ছিল। তা সনাক্ত করতে পেরেই মুম্বই পুলিশের একটি দলকে রাজস্থানে পাঠানো হয়। অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার কর সম্ভব হয়েছে। যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। অতীত কোন অপরাধমূলক কাজের সঙ্গে গুজর জড়িত ছিল কিনা সেই তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।