Salman Khan: করোনায় বাবাকে হারিয়ে অসহায় পড়ুয়ার পড়াশোনার দায়িত্ব নিলেন সলমন
সলমন খান, ছবি ট্যুইটার

মুম্বই, ৫ মে: কোভিডে (COVID 19) বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়ে। কর্ণাটকের (Karnataka) এমনই এক অসহায় পড়ুয়ার সাহায্যে এগিয়ে এলেন সলমন খান।

জানা যাচ্ছে, করোনার জেরে কর্ণাটকের ১৮ বছর বয়সী পড়ুয়া তাঁর পরিবারকে হারালে, তার দায়িত্ব নেন সলমন খান। বিয়িং হিউম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে, সলমনের চোখে পড়ে ওই পড়ুয়া। এরপরই কর্ণাটকের ওই পড়ুয়ার পড়াশোনা সহ অন্যান্য সবকিছুর দায়িত্ব নেন সলমন খান (Salman Khan)।

আরও পড়ুন:  Sonu Sood: সোনু সুদের বাড়ির সামনে মানুষের ভিড়, প্রাণখুলে অসহায়দের সাহায্য 'মসিহার'

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ শুরু হলে, ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য খাবারের ব্যবস্থা করেন সলমন খান। নিজে দাঁড়িয়ে থেকে ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য খাবারের প্যাকেট গোছাতে দেখা যায় সলমনকে। যে ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন:  Third Wave of COVID 19: 'করোনার তৃতীয় ঢেউ অবশম্ভাবি, তৈরি থাকুন': কেন্দ্রের বৈজ্ঞানিক উপদেষ্টা

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের পর এবার তৃতীয় থাবার জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে বলে জানান কেন্দ্রীয় সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা বিজয়কে রাঘবন। তিনি বলেন, করোনার তৃতীয় ঢেউ কবে থেকে থাবা বসাতে শুরু করবে, সে বিষয়ে তাঁদের জানা নেই। তবে করোনার তৃতীয় ঢেউয়ের জন্য সবাইকে তৈরি থাকতে হবে বলে স্পষ্ট জানান বিজয় কে রাঘবন।