অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) আত্মহত্যার পর ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের (Nepotism) অভিযোগ উঠেছে। একাংশের তোপের মুখে পড়েছেন বলিউডের প্রথমসারির কয়েকজন ব্যক্তিত্ব। নেটিজনদের অভিযোগ, বলিউডের প্রথমসারির কয়েকজন ব্যক্তিত্ব বলিউডে রাজ চালান। অন্য কাউকে কাজ পেতে দেন না। সুশান্তের সঙ্গেও একই জিনিস ঘটেছিল। তাঁকে একঘরে করে দেওয়া হয়েছিল। যার কারণেই অভিনেতাকে আত্মহত্যার রথ বেছে নিতে হয়েছে। ইতিমধ্যেই সুশান্তর মৃত্যুর ঘটনায় অভিনতা সলমন খান, করণ জোহর, একতা কাপুর সহ ৮ সেলিব্রিটির বিরুদ্ধে মামলা হয়েছে বিহারে।
এরইমধ্যে মুখ খুললেন সলমন খান (Salman Khan)। ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষন, পক্ষপাতিত্ব ও কোণঠাসা করে তোলার মতো হ্যাশট্যাগের প্লাবন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। আর এই অভিযোগ থেকে রেহাই পাননি সলমন খানও। এমন পরিস্থিতিতে সলমন তাঁর অনুরাগীদের সুশান্তের অনুরাগীদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন একটি টুইটে সলমন খান সুশান্তর অনুরাগীদের কড়া প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ না হয়ে তাঁদের দুঃখ-শোকের শরিক হওয়ার আর্জি জানিয়েছেন অনুরাগীদের। সুশান্তের পরিবারের পাশে থাকতেও আবেদন করেছেন তিনি। আরও পড়ুন: Nepotism In Tollywood Film Industry: শ্রীলেখা মিত্রের স্বজনপোষণের অভিযোগ, মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়
A request to all my fans to stand with sushant's fans n not to go by the language n the curses used but to go with the emotion behind it. Pls support n stand by his family n fans as the loss of a loved one is extremely painful.
— Salman Khan (@BeingSalmanKhan) June 20, 2020
সলমন লেখেন. "আমার সমস্ত ভক্তদের কাছে সুশান্তের ভক্তদের সাথে দাঁড়ানোর জন্য অনুরোধ রইল। কড়া ভাষা ও অভিশাপ ব্যবহার করবেন না। বরং আবেগ নিয়ে যান। প্রিয় ব্যক্তির চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক হওয়ায় দয়া করে তাঁর পরিবার ও ভক্তদের পাশে দাঁড়ান। প্লিজ।"