ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় দেড় মাস হাসপাতালের বিছানায় শুয়ে ছিলেন 'আশিকি' (Aashiqui) খ্যাত অভিনেতা রাহুল রায় (Rahul Roy)। এদিকে তড়তড় করে বেড়ে চলেছে হাসপাতালের বিল। সদ্য এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা এবং তাঁর বোন জানান, দুর্দিনে রাহুলের পাশে দাঁড়িয়েছিল ভাইজান। তাঁর হাসপাতালের খরচ বহন করেন সলমন খান (Salman Khan)। দাবাংকে ধন্যবাদ জানিয়ে ভাই-বোন বলেন, 'সলমন খানকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ হাসপাতালের ওই অবশিষ্ট বিল তিনি ফেব্রুয়ারিতে মিটিয়ে ছিলেন'।
২০২০ সালে এলএসি-লিভ দ্য ব্যাটেল ইন কার্গিলের (LAC Live The Battle in Kargil) শুটিং চলাকালীন অভিনেতা রাহুল রায় ব্রেন স্ট্রোকএ আক্রান্ত হন। মুম্বইয়ের এক নামি বেসরকারি হাসপাতালে দেড় মাস ধরে চিকিৎসা চলেছে তাঁর। কিন্তু হাসপাতালের বাড়ন্ত বিলের টাকা মেটানোর সামর্থ ছিল না অভিনেতার। রাহুলের বোন প্রিয়াঙ্কা জানান, এলএসি - লিভ দ্য ব্যাটল ইন কার্গিল'-এর পরিচালক নীতিন কুমার গুপ্ত বিল মেটান। যা বকেয়া ছিল রাহুলের ছবিতে কাজ করার সময়। এর পরেই একদিন সলমন খানের ফোন আসে। তিনি জানতে চান কোন সাহায্য লাগবে কিনা। ফেব্রুয়ারিতে হাসপাতালের বাকি বিল মিটিয়ে দেন তিনি।
আশিকি, জুনুন, গুমরাহ খ্যাত অভিনেতা ২০০৬ সালে বিগ বসের (Bigg Boss) প্রথম সিজিনে অংশ নিয়েছিলেন। সঞ্চালক ছিলেন অভিনেতা আরশাদ ওয়ারসি। রাহুল বিগ বসের প্রথম সিজিনের বিজেতা হয়েছিলেন। প্রাইজ মানি হিসাবে জিতেছিলেন ১ কোটি টাকা।