Saif Ali Khan, Ibrahim Khan (Photo Credit; Instagram)

মুম্বই, ৯ নভেম্বর: সইফ আলি খান (Saif Ali Khan) এবং ইব্রাহিম খান ধরা পড়লেন একসঙ্গে।  মুম্বইতে (Mumbai) একইসঙ্গে সইফ আলি খানের সঙ্গে ইব্রাহিমকে (Ibrahim Khan) দেখা যায়।  সইফের সঙ্গে ইব্রাহিমকে দেখে পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে। সইফের সঙ্গে ইব্রাহিমকে দেখে কেউ কেউ বাবার জেরক্স কপি বলে উল্লেখ করেন।  কেউ আবার বলতে শুরু করেন, পুরনো সইফ আলি খানের সঙ্গে নয়া সইফ হাজির। আবার কেউ কেউ বলতে শুরু করেন, আরে দু দুজন সইফ আলি খান দাঁড়িয়ে।  সবকিছু মিলিয়ে সইফ আলি খানের সঙ্গে ইব্রাহিম খানকে একসঙ্গে দেখে বাবা, ছেলের তুলনা শুরু করেন বহু মানুষ।  দেখুন সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ের পর সইফ বাবা হন। সারা আলি খান এবং ইব্রাহিম খান সইফ-অমৃতার দুই সন্তান। তবে অমৃতা সঙ্গে ১২ বছর সংসারের পর অবেশেষে দুই তারকার বিচ্ছেদ হয়ে যায়।

অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর সইফ বিয়ে করেন করিনা কাপুর খানকে।