Sadak 2 Movie Review (Photo Credit: File Image)

মহেশ ভাট, নিজের মেয়ে আলিয়া ভাটকে (Alia Bhat New Movie) প্রথম নিজের ছবিতে নির্দেশনা দেওয়ার সুযোগ পেয়েছিলেন পরিচালক; কিন্তু সেই সুযোগ ব্যর্থ। ট্রেলার থেকে ছবি, সবেতেই 'ওয়র্স্ট' রেটিং পেল সড়ক ২, ৯০-র 'সড়ক' মহেশ ভাটের (Mahesh Bhat) হাত ধরে নিজের ট্র্যাক ধরে রাখতে না পেরে মুখ থুবড়ে পড়ল সিক্যুয়েলে। সঞ্জয় দত্ত ছিলেন ছবির লিড রোলে, এছাড়া আলিয়া ভাট এবং আদিত্য রায় কাপুরও ছিলেন ছবির লিড রোলেই। Disney+ Hotstar-এ ছবির স্ট্রিমিং শুরু হয়েছে। পড়ুন: Neha Kakkar: রাজ্যের কলেজের মেধাতালিকায় এবার নাম সঙ্গীতশিল্পী নেহা কক্করের

রবির চরিত্রে সঞ্জয় দত্ত একজন টুর অপারেটর, প্রয়াত স্ত্রী পূজার স্মৃতি আঁকড়ে ধরেই 'বেঁচে' আছেন তিনি। ছবির দ্বিতীয় অধ্যায় শুরু হয় আরিয়া (আলিয়া ভাট)-র স্ক্রিনে প্রবেশের পর, যে ভণ্ড সাধুবাবার প্রতিবাদ করেন শক্তহাতে। প্রয়াত মায়ের শেষ ইচ্ছে পূরণে একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য গাড়ি বুক করেন আরিয়া। গন্তব্যস্থলে যাওয়ার রাস্তায় মাঝপথ থেকে আরিয়া তাঁর বন্ধু আদিত্য রায় কাপুরকে গাড়িতে তোলেন। এরপর শুরু হবে ছবির গল্প, সঞ্জয় দত্তের দুর্দান্ত অভিনয় দক্ষতায় নস্ট্যালজিক হয়ে যেতে পারেন আপনি। সঞ্জয় দত্তের অভিনয় দেখে কোথাও গিয়ে আপনি খুব ভারাক্রান্ত হয়ে উঠতে পারেন। চেনা আবেগ আর স্ক্রিন প্রেজেন্স- এই দুইকে হাতিয়ার করেই লড়েছেন সঞ্জয় দত্ত।

আলিয়া ভাট পুরোই ব্যর্থ কিংবা তাঁর বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনেতা আদিত্য রায় কাপুরের অভিনয় একেবারেই সুখকর নয়। বরং চেনা ছন্দ থেকে বেরিয়ে যীশু সেনগুপ্ত ছবিতে ভাল অভিনয় করেছেন। পূজা ভাটের উপস্থিতিও রয়েছে ছবিতে। তবে তা ভয়েজ ক্যামিও-তেই বন্দি। এছাড়া সড়কের বেশ কিছু দৃশ্য মাঝেমধ্যে দেখানো হয়েছে ছবির মধ্যে, যেখানে ছিলেন পূজা ভাট। পূজা ভাটের বেশ কিছু ভাল সিনেমা রয়েছে মহেশ ভাটের পরিচালনায়। এরমধ্যে রয়েছে- ড্যাডি, সড়ক, ফির তেরি কাহানি ইয়াদ আয়ি এবং জখম। ভিলেনের চরিত্রে থাকা সকলেরই অভিনয় আপনার মন ছুঁয়ে যাবে না কোনওভাবেই। সর্বশেষ ভাবনা- সঞ্জয় দত্তের দুর্দান্ত অভিনয়ের পরও ব্যর্থ ছবিটি বক্স অফিসে, সিকুয়েলের ছিটেফোঁটাও মন ভেজাবে না আপনার।