মুম্বই, ৭ অগাস্ট: রকি অউর রানি কি প্রেম কাহানি-তে (Rocky Aur Rani Kii Prem Kahaani) ধর্মেন্দ্র (Dharmendra) এবং শাবানা আজমির চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন সানি দেওল ( Sunny Deol)। সানি বলেন, তিনি এখনও রকি অউর রানি কি প্রেম কাহানি দেখেননি। তবে তাঁর বাবা যা করবেন, খুব নম্রভাবে এবং সততার সঙ্গেই করবেন বলে মন্তব্য করেন সানি। পাশাপাশি তিনি আরও বলেন, নিজের ছবি দেখারই সময় পান না তিনি। ফলে অন্য ছবি দেখতে গেলে, তাঁর যে আরও বেশ কিছুদিন সময় লাগবে , তা স্বাভাবিক। তবে তাঁর বাবা যা করবেন, তা নিশ্চয়ই বুঝেই করবেন। তিনি যে কোনও চরিত্রের সঙ্গে আত্মস্ত হতে পারেন। তাই এই সিনেমার ক্ষেত্রেও তিনি যে খুব ভালভাবেই সবকিছু করেছেন, তা স্বাভাবিক বলে মন্তব্য করেন সানি দেওল।
প্রসঙ্গত রকি অউর রানি কি প্রেম কাহানিতে অভিনয় করছেন রণবীর সিং এবং আলিয়া ভাট। সেই সঙ্গে চূর্ণি গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী, ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমিও করছেন স্ক্রিন শেয়ার।