মুম্বই, ২৪ নভেম্বর: ভারতীয় সেনাকে (Indian Army) অপমান করেছেন রিচা চাড্ডা (Richa Chadha)। এমন অভিযোগে বলিউড অভিনেত্রীর বিরুদ্ধ এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি রিচাকে যাতে শিগগিরই গ্রেফতার করা হয়, সেই দাবিও করেন অভিযোগকারী সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। রিচা চাড্ডার গালওয়ান (Galwan) ট্যুইটের প্রেক্ষিতে যখন উত্তাল সমাজমাধ্যম, সেই সময় ভারতীয় সেনাকে নিয়ে বলিউড অভিনেত্রীর মন্তব্যের বিরোধিতা করা হয় দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লিয়জের তরফে। ভারতীয় সেনাকে নিয়ে রিচা চাড্ডা যে মন্তব্য করেন, তার প্রকাশ্যে বিরোধিতা করা হয় সংশ্লিষ্ট সংস্থার তরফে।
The Federation of Western India Cine Employees condemns actor Richa Chadha's "Galwan says hi" tweet.
Y'day, Richa had reacted to Northern Army Commander Lt Gen Upendra Dwivedi's statement that Indian Army is ready to execute orders like taking back Pakistan-occupied Kashmir(PoK) pic.twitter.com/j7Pwa65GO9
— ANI (@ANI) November 24, 2022
প্রসঙ্গত মঙ্গলবার ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাক অধিকৃত কাশ্মীর (POK) থেকে পাকিস্তানকে ছিনিয়ে নিতে তৈরি ভারতীয় সেনা। সেনা বাহিনী শুধুমাত্র নির্দেশের অপেক্ষায় রয়েছে। সেনা বাহিনীর আধিকারিকের ওই মন্তব্যের পর পালটা ট্যুইট করেন রিচা চাড্ডা। 'গালওয়াল সেইস হাই' বলে ট্যুইট করেন রিচা। যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে যায়।
আরও পড়ুন: Richa Chadha Apologises For Galwan Tweet: ভারতীয় সেনাকে অপমানের অভিযোগ, ক্ষমা চাইলেন রিচা চাড্ডা
বলিউড অভিনেত্রীর মন্তব্যের বিরোধিতায় ফুঁসে উঠতে শুরু করেন নেটিজেনরা। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমাও চেয়ে নেন রিচা চাড্ডা। তবে শেষরক্ষা হয়নি। বলিউড অভিনেত্রী আইনি ঝামেলায় জড়ানোর পর এবার দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লিয়জের তরফেও তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়।