Ranbir Kapoor, Alia Bhatt (Photo Credit: Instagram)

মুম্বই, ১৯ জুলাই:  আলিয়া ভাট (Alia Bhatt) যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। রণবীর কাপুর (Ranbir Kapoor) নিজে এমন ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি এমন গুঞ্জন শুরু হয় বি টাউন জুড়ে। যার উত্তরে এবার মুখ খুললেন বলিউড অভিনেতা।

আর কে বলেন, দয়া করে কেউ কোনও বিতর্ক তৈরি করবেন না এসব নিয়ে। সামশেরার প্রমোশনে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, দুটো সত্যি এবং একটি মিথ্যে বলতে। যার উত্তরে তিনি বেশ কিছু কথা বলেছেন। তার মানে এই নয় যে তাঁর জীবনে যমজ সন্তান আসছে বলে জানিয়েছেন তিনি। সত্যিটা কী, তা তিনি এই মুুহূর্তে বলতে পারবেন না। মিথ্যে নিয়েও কথা বলতে চান না। তাই কিছু না জেনেবুঝে যাতে কেউ বিতর্ক তৈরি না করেন, সে বিষয়ে আবেদন জানান রণবীর কাপুর।

আরও পড়ুন: Ranbir Kapoor - Alia Bhatt: যমজ সন্তান আসছে রণবীর-আলিয়ার কোলে? জোর গুঞ্জন

গত ১৪ এপ্রিল আলিয়া ভাটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ঋষি-পুত্র। বিয়ের ২ মাসের মধ্যেই সুখবর দেন রণলিয়া। মা হতে চলেছেন বলে এই মুহূর্তে রকি অউর রানি কী প্রেম কাহানির মুক্তিও পিছিয়ে দেওয়া হয়েছে বলে খবর। অন্তঃসত্ত্বা আলিয়া বর্তমানে খুব বেশি কাজ করতে চাইছেন না বলেই খবর।