Ranbir Kapoor - Alia Bhatt: যমজ সন্তান আসছে রণবীর-আলিয়ার কোলে? জোর গুঞ্জন
Ranbir Kapoor, Alia Bhatt (Photo Credit: Instagram)

মুম্বই, ১৮ জুলাই: রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) জীবনে আসতে চলেছে যমজ সন্তান। এমনই গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন মহলে। যদিও রণবীর কাপুর সরাসরি এ বিষয়ে মুখ খোলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আর কে -কে 'আমার সন্তানেরা' বলে মন্তব্য করতে শোনা যায়। যা নিয়ে গুঞ্জন শুরু হয়। রণবীর যখন সন্তানেরা বলে উল্লেখ করেন, তাহলে কি রণলিয়ার সংসারে দুই সন্তান একসঙ্গে হাজির হবে! এমনই প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

 

তবে ব্রক্ষ্মাস্ত্রের পর রামায়ণ রয়েছে রণবীর কাপুরের হাতে। পরপর দুটি পৌরাণিক ধাছের ছবি হাতে থাকাতেই রণবীর কাপুর ওই ধরনের মন্তব্য করেছেন বলে মত প্রকাশ করেন অনেকে।

আরও পড়ুন:  Rahul Gandhi: 'বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে ধ্বংস করছে বিজেপি', জিএসটি বৃদ্ধিতে তোপ রাহুলের

রণবীরের আমার সন্তানেরা বলে মন্তব্য নিয়ে যখন জল্পনা শুরু হয়, সেই সময় আলিয়া ভাটকে এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি।